সবার জন্য পেনশন নতুন অর্থবছর থেকে
১ জুন ২০২৩২০২৩-২৪ অর্থবছর থেকেই সর্বজনীন পেনশন স্কিম চালু করার আশা করছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল৷ এতে যুক্ত হতে পারবেন প্রবাসীরাও৷
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা অনুযায়ী, প্রস্তাবিত স্কিমে অন্তর্ভুক্ত হলে ১৮ থেকে ৫০ বছর বয়সি একজন সুবিধাভোগী ৬০ বছর পর্যন্ত এবং ৫০ বছরের বেশি বয়সি একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর পর্যন্ত চাঁদা দিলে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন৷ পেনশনে থাকাকালে ৭৫ বছরের আগে কেউ মারা গেলে তার নমিনি অবশিষ্ট সময়ের পেনশন পাবেন৷ এছাড়া চাঁদা দেয়ার ১০ বছরের মধ্যে কারো মৃত্যু ঘটলে জমাকৃত টাকা মুনাফাসহ নমিনিকে ফেরত দেয়া হবে৷
চাঁদাদাতার আবেদনের প্রেক্ষিতে জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ ঋণ হিসেবে নেয়া যাবে৷ নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য হবে এবং কর রেয়াত পাওয়া যাবে৷ অর্থমন্ত্রী জানিয়েছেন, এই স্কিমে প্রবাসে কর্মরত বাংলাদেশিরাও অংশ নিতে পারবেন৷
উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেট ঘোষণায় সর্বজনীন পেনশন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থমন্ত্রী৷ নতুন বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘‘আশা করছি, ২০২৩-২৪ অর্থবছর থেকে বাংলাদেশে সার্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে৷
এফএস/কেএম