1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবার জন্য কি সমান সুযোগ হচ্ছে?

৯ নভেম্বর ২০১৮

আটক না করার প্রতিশ্রুতির পরও সারাদেশে বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের আটকের অভিযোগ পাওয়া গেছে৷ সমাবেশে বাধাও দেয়া হচ্ছে৷ অন্যদিকে একটি মানবাধিকার সংগঠনের নির্বাচন পর্যবেক্ষকের নিবন্ধনও বাতিল করা হয়েছে৷

https://p.dw.com/p/37xFV
প্রতীকী ছবিছবি: bdnews24.com

বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী)-র বৃহস্পতিবার সাতক্ষীরায় একটি দলীয় সমাবেশে থাকার কথা ছিল৷ তিনি ওই সমাবেশে ওই এলাকায় সংসদ নির্বাচনে তাঁর দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে চেয়েছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি৷ হেলিকপ্টারযোগে সেখানে যাওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হেলিকপ্টার ওড়ানোর অনুমতি না দেয়ায় তিনি যেতে পারেননি৷ এই ঘটনার পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বি চৌধুরী বলেন, ‘‘এটা নিশ্চিত যে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার এই জনসভা বন্ধ করার ব্যবস্থা করেছে৷ আমরা সরকারের এই গণতন্ত্রবিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ এটা লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের প্রতিশ্রুতির পরিষ্কার বরখেলাপ৷’’

অভিযোগ আছে, ওই আসনে জাতীয়পার্টিরও একজন প্রার্থী আছেন৷ তাঁকে সুবিধা করে দিতেই সরকারকে প্রভাবিত করে এরশাদ সিভিল এভিয়েশনের মাধ্যমে এই কাজ করিয়েছেন৷ এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবেও কাজ করছেন৷

বি চৌধুরী'র প্রেস সেক্রেটারি জাহাঙ্গির আলম ডয়চে ভেলেকে বলেন, ‘‘সংবাদ মাধ্যমেও খবর প্রকাশ হয়েছে যে, কী কারণে হেলিকপ্টার ওড়ার অমুমতি দেয়া হয়নি৷ এটা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় এবং লেভেল প্লেয়িং ফিল্ডের বিপরীত আচরণ৷ সাতক্ষীরায় বৃহস্পতিবারের ওই জনসভা হলেও বি চৌধুরী সাহেবসহ ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা যেতে পারেননি৷’’

এ ধরনের ঘটনা হলে আমরা নিশ্চিতভাবে বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হবো: জাহাঙ্গির আলম

তিনি জানান, ‘‘বি চৌধুরী বলেছেন কোনোক্রমেই ভবিষ্যতে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হবে না এবং এ ধরনের ঘটনা হলে আমরা নিশ্চিতভাবে বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হবো৷’’

এদিকে বিএনপি অভিযোগ করছে, সংলাপে কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও তা মানা হচ্ছে না৷ মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে দুই হাজারেরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷

তিনি বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘‘ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে তিন দিনে ২২০০ নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে৷’’

তিনি আরো অভিযোগ করেন, ‘‘ঐক্যফ্রন্টের সাথে সংলাপকালে প্রধানমন্ত্রী নতুন করে মামলা ও গ্রেপ্তার না করার প্রতিশ্রুতি দিয়েছেন, এমনকি রাজবন্দীদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথাও বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও গ্রেপ্তার বন্ধ হয়নি৷’’ তিনি জানান, ‘‘যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য, বিভিন্ন জেলা, পৌরসভাসহ দলের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন৷’’

নানা ধরনের বাধা সৃষ্টির চেষ্টা হয়েছে, তারপরও মানুষের ঢল নেমেছে: দুুদু

রাজশাহীতে পুলিশ ঐক্যফ্রন্টের শুক্রবারের সমাবেশের অনুমতি ১২টি শর্তে সমাবেশের মাত্র ১৪ ঘন্টা আগে দেয়া হয়েছে৷

রাজশাহী বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন, ‘‘সমাবেশ যাতে সফল না হয়, সেজন্য বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের বাধা দেয়া হয়৷ পুলিশ-প্রশাসন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিলে যৌথ মহড়া দেয়৷ বাস চলাচল বন্ধ করে দেয়া হয়৷ মাইকিং চলাকালে পোস্টার ও ব্যানার ছিঁড়ে নেয়া হয়৷’’

রাজশাহী জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক মিজানুর রহমান অভিযোগ করেন, ‘‘সরকার ও পুলিশ বিভাগের কিছু অতি উৎসাহী কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করে৷ তারা প্রচার মাইকের সঙ্গে থাকা পোস্টার, ব্যানার খুলে নিয়েছে৷ নেতা-কর্মীরা যাতে বাইরের জেলাগুলো থেকে না আসতে পারে ,তার জন্য রাজশাহীগামী সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷’’

বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শুক্রবার বিকেলে ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও ধরপাকড়, গায়েবি মামলা, হয়রানি কিছুই বন্ধ হয়নি৷ হয় আইন-শৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর কথা শুনছেনা, অথবা বন্ধের কোনো নির্দেশ তারা পাননি৷ আজকে (শুক্রবার) রাজশাহীর সমাবেশেও নানা ধরনের বাধা সৃষ্টির চেষ্টা হয়েছে৷ তারপরও মানুষের ঢল নেমেছে৷’’

Jatiya Oikya Front
রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশছবি: bdnews24.com

তিনি আরো বলেন, ‘‘আমরা মনে করি, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়৷ আমরা তফসিল পিছাতে বলেছিলাম৷ কিন্তু নির্বাচন কমিশন আমাদের কথা শোনেনি৷’’

ড. কামাল হোসেন শারীরীক অসুস্থতার কারণে রাজশাহীর সমাবেশে যাননি৷

অধিকারের নির্বাচন পর্যবেক্ষণের  নিবন্ধন বাতিল :

মঙ্গলবার নির্বাচন কমিশন মানবাধিকার সংগঠন অধিকারের নির্বাচন পর্যবেক্ষণের নিবন্ধন বাতিল করেছে৷ নির্বাচন কমিশন বলেছে, ‘‘নির্বাচন কমিশনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন পাওয়ার পূর্বশর্ত হলো সংস্থাটিকে সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠান অথবা এনজিও ব্যুরোতে নিবন্ধিত হতে হবে৷ অধিকারের (নিবন্ধন নং-১৪) এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ এর ৬(২) উপধারা অনুযায়ী নির্বাচন কমিশন নিবন্ধিত স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রতিষ্টানটির নিবন্ধন বাতিল করা হলো৷’’

আমরা মনে করি এই নির্বাচন কমিশন সরকারের পরামর্শে চলে: এলান

এর জবাবে অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা মনে করি, এই নির্বাচন কমিশন সরকারের পরামর্শে চলে৷ আর সরকারের পরামর্শেই আমাদের নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধন বাতিল করেছে৷ এই কমিশন যে নিরপেক্ষ না এবং সাকারের পক্ষে কাজ করছে, এ নিয়ে আমরা একাধিক রিপোর্ট দিয়েছি৷ সেইসব রিপোর্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই আমরা করেছি৷ আর সে কারণেই হয়তো আমাদের পর্যবেক্ষক নিবন্ধন বাতিল করা হয়েছে৷’’ তিনি বলেন, ‘‘এর আগে আমরা একাধিক নির্বাচন পর্যবেক্ষণ করেছি৷ এনজিও ব্যুরো আমাদের আবেদন বাতিল করেনি৷ পেন্ডিং রেখেছে৷ নিয়ম হলো বাতিল না করা হলে পর্যবেক্ষণে বাধা নেই৷ নির্বাচন কমিশন আমাদের তাই নির্বাচন পর্যবেক্ষণের অনুমতিও দিয়েছিল৷’’

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘আমাদের নিবন্ধন বাতিলের আগে কোনো নোটিশও দেয়া হয়নি৷’’ তিনি জানান, ‘‘আমরা এই কমিশনের কাছে কোনো আপিল করব না৷ নিবন্ধন ফিরে পেতে আমরা আমাদের মত পদক্ষেপ নেবো৷ আমরা আন্তর্জাতিকভাবে বিষয়টি জানাবো৷’’

প্রসঙ্গত, নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১১৯টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে৷ সেখানে অধিকারের নামও ছিল৷