সবচেয়ে বেশি আয় করা সাত খেলোয়াড়
মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’ বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে৷ সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগজয়ী ক্রিস্টিয়ানো রোনাল্ডো এ বছরও তালিকার শীর্ষে রয়েছেন৷
ক্রিস্টিয়ানো রোনাল্ডো – ৮৩ মিলিয়ন ইউরো
চারবার বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারজয়ী ক্রিস্টিয়ানো রোনাল্ডো গত বারো মাসে আয় করেছেন ৮৩ মিলিয়ন মার্কিন ডলার৷ সে হিসেবে তাঁর ঘণ্টাপ্রতি আয় ৯৫০০ মার্কিন ডলার৷ তাঁর আয়ের মধ্যে ৫২ মিলিয়ন ইউরো এসেছে শুধু বেতন এবং প্রাইজমানি থেকে৷ আর স্পন্সরদের অবদান ৩১ মিলিয়ন৷
লেব্রন জেমস – ৭৭ মিলিয়ন ইউরো
এনবিএ’র সবচেয়ে দামি খেলোয়াড় ‘কিং জেমস’-এর বার্ষিক আয় ৭৭ মিলিয়ন ইউরো৷ তবে বেতন আর প্রাইজমানির চেয়ে বেশি আয় তিনি করেছেন স্পন্সরশিপ থেকে৷ ৪৯ মিলিয়ন ইউরো তিনি আয় করেছেন স্পন্সর থেকে আর ২৮ মিলিয়ন অন্য খাত থেকে৷
লিওনেল মেস – ৭১ মিলিয়ন
বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি গতবছর আয় করেছেন ৭১ মিলিয়ন ইউরো৷ তবে পাঁচবার বিশ্বসেরা ফুটবলার হওয়া এই তারকা গত বছরের ট্যাক্স রিটার্ন এখনো দেননি৷
রজার ফেদেরার – ৫৭ মিলিয়ন
সুইস এই টেনিস তারকা রেকর্ড ১৮টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জয় করেছেন, এবং ২০০৩ সাল থেকে তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় শিশুদের বিভিন্ন প্রকল্পে সহায়তা করেছেন৷ ২০১৬ সালে ফেদেরার আয় করেছেন ৫৭ মিলিয়ন ইউরো৷ তবে এই ৫ দশমিক ৩৩ মিলিয়ন ইউরো এসেছে বেতন এবং প্রাইজমানি থেকে৷
কেভিন ড্যুরেন্ট – ৫৪ মিলিয়ন
দুই মিটার লম্বা গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স-এর এই খেলোয়াড় তাঁর নিখুঁত শ্যুটিংয়ের জন্য বিশেষ পরিচিত৷ ক্যারিয়ার শুরুর পর তিনি ৬০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেন নাইকি’র সঙ্গে৷ ফোর্বসে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই এনবিএ তারকা গত বছর ৫৪ মিলিয়ন ইউরো আয় করেছেন৷
অ্যান্ড্রু লাক – ৪৪ মিলিয়ন
ইন্ডিয়ানাপোলিস কোল্টস-এ খেলা এই অ্যামেরিকান ফুটবল কোয়ার্টারব্যাক গত জুনে এনএফএল-এর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চুক্তিটি স্বাক্ষর করেছেন৷ আগামী ছয় বছর তিনি চুক্তি অনুযায়ী ১২৪ মিলিয়ন ইউরো আয় করবেন৷ শুধুমাত্র ২০১৬ সালে লাকের আয় ৪৪ মিলিয়ন ইউরো৷
ররি ম্যাক্লরয় – ৪৪ মিলিয়ন
ররি ম্যাকলরয় বিশ্বের সবচেয়ে ভালো আয় করা গল্ফার৷ এই নর্দান আইরিশম্যান গত বছর আয় করেছেন ৪৪ মিলিয়ন ইউরো৷ তবে এই আয়র বেশিরভাগই এসেছে স্পন্সর থেকে৷ নাইকির সঙ্গে করা চুক্তি অনুযায়ী, প্রতি বছর তিনি পাবেন ৩০ মিলিয়ন ইউরো৷