1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন কেন নয়?

২৪ জানুয়ারি ২০১৯

২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)-র নির্বাচনের তারিখ ঘোষণায় অন্যান্য বিশ্ববিদ্যালয়েও নির্বাচন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে৷ ডাকসুর মতোই অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও দীর্ঘ দিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয় না৷

https://p.dw.com/p/3C6xu
ছবি: DW/M.M. Rahman

একসময় বাংলাদেশে ডাকসু ছাড়াও চাকসু, জাকসু, রাকসু নামগুলো বেশ আলোচিত ছিল৷ আর সরকারি কলেজগুলোতেও ছাত্র সংসদ নির্বাচন হতো৷ এখন দেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪২টি৷ আর সরকারি কলেজের সংখ্যা ৫৯৮টি৷ এসব প্রতিষ্ঠানে গড়ে ২৮ থেকে ৩০ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয় না৷ বিভিন্ন পর্যায়ে কথা বলে জানাগেছে, মূলত ডাকসুর প্রভাব আছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র সংসদের ওপর৷ যেহেতু ২৮ বছর ধরে ডাকসু নির্বাচন হয় না, তাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয় না৷  আর মূলত যারা সরকারে থাকে, তাদের ছাত্র সংগঠন ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করে৷ ছাত্র সংসদ নির্বাচন হলে ফল যদি ক্ষমতাসীনদের অনুকূলে না যায়- এই আশঙ্কা থেকেই ছাত্র সংসদ নির্বাচন নানাভাবে বাধাগ্রস্ত করা হয়৷ সামরিক শাসক এরশাদের শাসনামলের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়৷ এরপর আওয়ামী লীগ বা বিনএপি যে দলই ক্ষমতায় থাকুক তারা ছাত্র সংসদ নির্বাচনের প্রতি অনাগ্রহ দেখায়৷ ডাকসু নির্বাচনের যে সিদ্ধান্ত নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজি হয়েছে, তা কিন্তু সহজে হয়নি৷ আদালতের আদেশের পর তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছে৷ ১১ মার্চ ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে৷

আমরা মনে করছি দ্রুতই রাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে: গোলাম কিররিয়া

আর ডাকসু নির্বাচনের এই তারিখ ঘোষণার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে৷ কোনো কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়াও শুরু করেছে৷ তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি৷ ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি গোলাম কিররিয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের বিশ্ববিদ্যালয়ে ২৯ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয় না৷ আমরা অনেক দিন ধরেই নির্বাচনের দাবি জানিয়ে আসছি৷ ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অনানুষ্ঠানিকভাবে আমাদের ছাত্র সংগঠনগুলোর গঠনতন্ত্র চেয়েছে৷ আমরা মনে করছি, দ্রুতই রাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে৷’’

তিনি বলেন, ‘‘এই বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে৷ ক্যাম্পাসে সহাবস্থান আছে ছাত্র সংগঠনগুলোর৷ সাধারণ ছাত্র  শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন চায়৷’’

সাধারণ শিক্ষার্থীসহ সব ছাত্র সংগঠন জাকসু নির্বাচন চায়: অনীক

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘সব বিশ্ববিদ্যালয়েই নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত৷ এতে ছাত্রদের শিক্ষার অধিকার আদায় যেমন সহজ হবে, তেমনি নেতৃত্বের বিকাশও ঘটবে, যারা পরে জাতীয় রাজনীতিতে অবদান রাখতে পারবেন৷ তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠা পাবে৷ জাতীয় রাজনীতিতে নেতৃত্বের সংকট হবে না৷’’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নামে পরিচিত৷ সেখানেও নির্বাচন হয় না ২৭ বছর ধরে৷ এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনীক ডয়চে ভেলেকে বলেন, ‘‘এখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে হলগুলো ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে৷ তারপরও আমরা জাকসু নির্বাচন চাই৷ আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দলীয় লেজুড়বৃত্তি না করে, তাহলে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচন করতে পারবেন৷’’

ক্যাম্পাস ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলমুক্ত করতে হবে: শহিদুল ইসলাম

তিনি বলেন, ‘‘আমরা অনেক দিন ধরেই জাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছি৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের বলেছিল, জাতীয় নির্বাচনের পর ২০১৯ সালেই জাকসু নির্বাচন দেয়া হবে৷ কিন্তু জাতীয় নির্বাচনের পর আমরা কথা বলেছি৷ তারা এখন বলছেন, এবছর তারা জাকসু নির্বাচন দিতে পারবেন না, ২০২০ সালে নির্বাচন দেবেন৷ এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়৷ কারণ, সাধারণ শিক্ষার্থীসহ নব ছাত্র সংগঠন জাকসু নির্বাচন চায়৷’’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা চাকসু নির্বাচন হয় না ২৮ বছর ধরে৷ ওই বিশ্ববিদ্যালয়ে এখন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের কোনো কমিটি নেই৷ এক বছর আগে নানা অভিযোগে কমিটি ভেঙে দেয়া হয়৷ তবে তাদের তৎপরতা আছে৷ আছে অন্যান্য ছাত্র সংগঠনের তৎপরতা৷ সেখানেও চাকসু নির্বাচনের দাবি উঠেছে৷ তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরাও চাকসু নির্বাচন চাই, তবে তার আগে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে হবে৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দলীয় আচরণ বদলাতে হবে৷ ক্যাম্পাস ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলমুক্ত করতে হবে৷’’

ছাত্র সংসদগুলো কার্যকর না থাকায় ছাত্র রাজনীতি সঠিক পথে পরিচালিত হচ্ছেনা: আব্দুস সোবহান

এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি৷

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা এরই মধ্যে একটি কমিটি করে দিয়েছি, তাঁরা ছাত্র সংগঠনের সাথে কথা বলবে৷ রাকসুর গঠনতন্ত্রের কোনো পরিবর্তন, পরিমার্জন লাগবে কিনা দেখবে৷ এরপর তারাই বলবে কবে রাকসু নির্বাচন করা যায়৷ আমি চাই যত দ্রুত সম্ভব রাকসু নির্বাচন করতে৷’’

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘ছাত্র সংসদগুলো কার্যকর না থাকায়, নির্বাচন না হওয়ায় ছাত্র রাজনীতি সঠিক পথে পরিচালিত হচ্ছে না৷ যদি নিয়মিত নির্বাচন হয়, তাহলে ছাত্র রাজনীতি সঠিক পথে পরিচালিত হবে৷ নেতৃত্বের বিকাশ ঘটবে৷’’

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর যখন অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসে, তারা চায়নি ছাত্র রাজনীতি সঠিক পথে চলুক৷ তারা ছাত্রদের বিপথে পরিচালিত করেছে৷ তাই তারা ছাত্র সংসদ নির্বাচনও চায়নি৷’’