সন্ত্রাস দমনে সহায়তার সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
১০ ফেব্রুয়ারি ২০০৯আর বাংলাদেশও কোন কোন ক্ষেত্রে সহায়তা প্রয়োজন তা জানাবে৷
মঙ্গলবার সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিজের ৫ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের সঙ্গে দেখা করেন৷ তারা দীর্ঘ দেড়ঘন্টা বৈঠকে বাংলাদেশের জঙ্গী তৎপরতা ও সন্ত্রাস নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ আলোচনাকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে আগ্রহ দেখায়৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাস শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সমস্যা৷ এই সমস্যা নিরসনে আর্ন্তজাতিক সহায়তাকে বাংলাদেশ স্বাগত জানায়৷
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনার এক পর্যায়ে মার্কিন প্রতিনিধি দলের কাছে তিনি জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে সহযোগিতার সুনির্দিষ্ট প্রস্তাব চান৷ মার্কিন প্রতিনিধি দলও বাংলাদেশের কি কি সহযোগিতা প্রয়োজন তা জানতে চায়৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে উভয় পক্ষ লিখিতভাবে প্রস্তাব দেবে৷
বৈঠকে সন্ত্রাস দমনে দক্ষিণ এশীয় টাস্কফোর্স নিয়েও আলোচনা হয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র এই টাস্কফোর্স কার্যকর করতে সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত৷ এ জন্য তারা প্রয়োজনে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সাথেও কথা বলবে৷ আর বাংলাদেশ টাস্কফোর্স গঠনে সব ধরণের সহযোগিতা নেবে বলে জানিয়েছে৷ বিদেশে বাংলাদেশের পাচার করা টাকা উদ্ধারে মার্কিন সহায়তা চাওয়া হয়েছে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভিন্ন ফোরামের বিষয়৷ এখানে আলোচনা হয়নি৷
অন্যদিকে, বাংলাদেশকে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা দেবে রাশিয়া৷ ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত, মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এই প্রতিশ্রুতি দেন৷ জানা গেছে, বাংলাদেশও পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী৷