1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘ সম্মেলন

২৬ সেপ্টেম্বর ২০১২

আর অপেক্ষা নয়, এবার সন্ত্রাস আর অসহিষ্ণুতার বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা করতেই হবে৷ জাতিসংঘের সাধারণ সম্মেলনে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷

https://p.dw.com/p/16Emm
ছবি: Reuters

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ আহ্বান জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের প্রতি৷ সাধারণ সম্মেলনে ৩০ মিনিটের এক ভাষণে এ আহ্বান জানিয়েছেন ওবামা৷ ভাষণজুড়ে প্রকাশ পেয়েছে লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন নিহত হওয়া এবং বিতর্কিত ছবি ও কার্টুন নিয়ে ছড়িয়ে পড়া উত্তেজনার ব্যাপারে অসন্তোষ৷ ১১ সেপ্টেম্বর লিবিয়ায় নিহত হন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স৷ ওবামা সরাসরি সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘‘ভবিষ্যৎ পৃথিবী যে ক্রিস্টোফার স্টিভেন্সের মতো মানুষদের নিয়ে চলবে, তাঁকে যারা হত্যা করেছে তাদের নিয়ে নয় - এ কথা আজ জোর গলায় বলতেই হবে আমাদের৷ আজ আমাদের ঘোষণা করতেই হবে, জাতিসংঘে সন্ত্রাস আর অসহিষ্ণুতার কোনো স্থান নেই৷''

এ সময় ‘ইনোসেন্স অফ মুসলিমস' ছবি ও ফ্রান্সের এক সাপ্তাহিকে প্রকাশিত কার্টুন সম্পর্কেও তাঁর কন্ঠে অসন্তোষ ঝরেছে আবার৷ ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করে বিতর্কের ঝড় তোলা ছবি ও কার্টুন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, ‘‘এসব খুবই স্থূল এবং বিরক্তিকর কাজ, তবে ঘৃণার উদ্রেককারী এমন কাজের বিরুদ্ধে সেরা অস্ত্র কখনোই আরো বেশি ঘৃণা নয়৷''

জাতিসংঘের সাধারণ সম্মেলনে ইরান এবং সিরিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানও স্পষ্ট কথায় জানিয়েছেন ওবামা৷ সিরিয়া প্রসঙ্গে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বলেন, ‘‘আমরা মনে করি, ঐক্যের অভাবে বিশ্ব নিরাপত্তা পরিষদ পঙ্গু হয়ে পড়েছে বলে সিরিয়ার মানুষ কিংবা সিরিয়ার পাশের দেশগুলোর উদ্বাস্তু শিবিরে যাঁরা বাস করছেন, তাঁদের প্রতি সুবিচার করা হচ্ছে না৷ তাই বলে আমরা হাল ছেড়ে দিতে পারি না, ওই মানুষগুলোর প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে৷''

ওবামা এখনো মনে করেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করলেই শান্তি আসবে সিরিয়ায়৷ ভাষণে বাশারকে সরানোর আহ্বানও জানিয়েছেন তিনি৷ তবে বারাক ওবামার সবচেয়ে কঠোর বক্তব্য ইরানের বিরুদ্ধে৷ ইরান যাতে আনবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে যে কোনো ব্যবস্থা নেবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি৷

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য