1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্তু লারমার গাড়ি বহরে হামলা

২৭ ডিসেম্বর ২০১০

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান এবং জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার গাড়ি বহরে হামলা হয়েছে৷ সোমবার সকালে রাঙামাটির নানিয়ার চর উপজেলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে৷

https://p.dw.com/p/zqLW
Santu Larma
সন্তু লারমাছবি: DW / Sarowar

সন্তু লারমা এবং তার সঙ্গীরা অক্ষত থাকলেও বহরের দু'টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এনিয়ে চলতি বছরে সন্তু লারমার ওপর এটি দ্বিতীয় হামলা৷

সন্তু লারমা সোমবার সকালে খাগড়াছড়ি থেকে রাঙামাটি ফিরছিলেন৷ রোববার তিনি খাগড়াছড়ি গিয়েছেলন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন বৈঠকে যোগ দিতে৷ রঙামাটি ফেরার পথে সকাল ১০টার কিছু আগে নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় সন্তু লারমার গাড়ি বহরের উপর হামলা হয়৷ পাহাড় থেকে গাড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছুঁড়ে মারে সন্ত্রাসীরা৷ এতে একটি মাইক্রোবাস সহ দু'টি গাড়ির কাচ ভেঙে যায়৷ তবে সন্তু লারমা ও তার সঙ্গীরা অক্ষত আছেন বলে ডয়চে ভেলেকে জানান তার ব্যক্তিগত সহকারী বরুণ চাকমা৷ হামলার সময় গুলির শব্দও শুনেছেন তিনি৷ তিনি জানান, এই একই এলাকায় গত ২৭শে জানুয়ারি সন্তু লারমার গাড়ি বহরে গুলি ছোঁড়া হয়েছিল৷

বরুণ চাকমা জানান, তারা মামলা দায়ের করবেন৷ তবে গত জানুয়ারির হমালার ঘটনায় মামলা হলেও পুলিশ হামলাকারীদের এখনো গ্রেফতার করেনি৷ রঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল সরদার জানান, বেতছড়ি এলাকায় হামলার ঘটনা সম্পর্কে তাকে জানান হয়েছে৷ তিনি আইনগত ব্যবস্থা নিচ্ছেন৷

হামালার জন্য পার্বত্য জনসংহতি সমিতি শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফকে দায়ী করেছে৷ সমিতির প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা এক বিবৃতিতে ইউপিডিএফ'কে নিষিদ্ধ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন৷ তবে ইউপিডিএফ জানিয়েছে, এই হামলা তাদের কাজ নয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক