1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্তান নিলেই সাড়ে ছয় লাখ টাকা!

Sanjiv Burman১৫ জানুয়ারি ২০২০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তাঁর দেশের জন্মহার কমে যাওয়াকে ভবিষ্যতের জন্য ‘প্রত্যক্ষ হুমকি' বলে আখ্যায়িত করেছেন৷ সন্তান জন্ম দেয়ার জন্য তিনি আর্থিক প্রণোদনাও ঘোষণা করেছেন৷

https://p.dw.com/p/3WF3g
Russland Moskau | Wladimir Putin, Präsident | Rede zur Lage der Nation
ছবি: Reuters/Sputnik/Kremlin/M. Klimentyev

বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পুটিন বলেন, ‘‘জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল রাখা আমাদের ঐতিহাসিক দায়িত্ব৷''

সন্তান জন্ম দেয়া নতুন মা-বাবার জন্য আর্থিক প্রণোদনারও অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট৷ ফলে প্রথম সন্তান জন্ম দেয়ার জন্য মা-বাবারা এককালীন সাত হাজার ছয়শ ডলার বা প্রায় সাড়ে ছয় লাখ টাকা পাবেন৷

এর আগে ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য মা-বাবাকে এই পরিমাণ টাকা দেয়া হচ্ছে৷

পুটিন জানান, অন্তত ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেয়া হবে৷

রাশিয়ায় এখন যে প্রজন্ম সন্তান জন্ম দিচ্ছে, তাদের নিজেদের জন্ম হয়েছিল গত শতকের নব্বইয়ের দশকে৷ ঐ সময় আর্থিক মন্দার কারণে জন্মহার অনেকখানি কমে গিয়েছিল৷ তার প্রভাব এখন আবার পড়ছে৷

এছাড়া শিশু সন্তান আছে এমন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছেন পুটিন৷ বর্তমানে শিশুর তিন বছর বয়স পর্যন্ত টাকা পেয়ে থাকেন মা-বাবা৷ নতুন পরিকল্পনায় শিশুর সাত বছর হওয়া পর্যন্ত টাকা পাবেন তাঁরা৷

জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য