1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংশোধন

২৫ জুন ২০১২

সুষ্ঠু নির্বাচনের জন্য আবারো সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন মহাজোট সরকারের অন্যতম শরীক ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন এমপি৷ তিনি সোমবার সংসদে বলেছেন, নির্বাচনের জন্য ‘লেভেল প্লেইং ফিল্ড’ দরকার৷

https://p.dw.com/p/15L0C
ছবি: picture-alliance/Dinodia Photo

সোমবার সকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেটের ওপর আলোচনা শুরু হয়৷ বাজেট আলেচনায় অংশ নিয়ে মহাজোট সরকারের শরীক ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন এমপি বলেন, বাজেটে সাধারণ মানুষের কল্যাণের দিকে তেমন নজর দেয়া হয়নি৷ তিনি বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন৷ আর বলেন, কৃষকের জন্য নেই কোনো সুসংবাদ৷ বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে, তারও সমালোচনা করেন তিনি৷

রাশেদ খান মেনন আগামী জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন৷ তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য ‘লেভেল প্লেইং ফিল্ড' নিশ্চিত করতে হবে৷ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বলা হয়েছে, নির্বাচন হবে সরকারের পাঁচ বছরের মেয়াদের শেষ তিন মাসে৷ আবার অন্তর্বর্তী সরকারের কথা বলা হয়েছে৷ তাহলে সরকারের কি হবে? আর অন্তর্বর্তী সরকারেরই বা কি কাজ হবে? কি হবে সংসদ সদস্যদের ভূমিকা? এসবের কিছুই স্পষ্ট নয়৷ এর মাধ্যমে ‘লেভেল প্লেইং ফিল্ড' নিশ্চিত হবেনা৷ তাই সংবিধান সংশোধন করতে হবে৷

মহাজোট সরকারের আরেক শরীক জাসদ নেতা হাসানুল হক ইনু এমপি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় ঐক্যমত প্রয়োজন৷ আর ‘মাইনাস টু থিওরি' নিয়ে এখনো যারা চিন্তা করেন তাদের সমালোচনা করেন তিনি৷ তিনি বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে৷ আর খালেদা জিয়াকে টিকে থাকতে হলে যুদ্ধাপরাধীদের ত্যাগ করতে হবে৷

মহাজোট সরকারের শরীক এই দুই নেতা সরকারকে আগামী নির্বাচনের জন্য আরো জনঘনিষ্ঠ হয়ে কাজ করার আহ্বান জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য