সংবিধান পরিপন্থী দল বাতিল করবে নির্বাচন কমিশন
৫ নভেম্বর ২০১০এদিকে, ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেছেন, সদ্য বিদায়ী প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার নিয়ম বাতিল করা উচিত৷
সংবিধান নিয়ে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সংবিধান রাষ্ট্রের সকল মানুষের আশ্রয়৷ সংবিধান বহির্ভূতভাবে কেউ ক্ষমতা দখল করলে তা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচনা করা উচিত এবং মানবতার বিরুদ্ধে সকল অপরাধের বিচার হওয়া দরকার৷ আইনমন্ত্রী ব্যরিষ্টার শফিক আহমেদ বলেন, ৫ম সংশোধনীর রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের প্রস্তুতি চলছে৷ সেই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক রাজনৈতিক দলকে বাতিল করবে নির্বাচন কমিশন৷
সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান রয়েছে তা পরিবর্তন করা প্রয়োজন৷ বিচারপতিদের একক দায়িত্বের ভার থেকে মুক্তি দেয়া প্রয়োজন৷
আলোচকরা সংবিধানে ক্ষুদ্র জাতিসত্ত্বার স্বীকৃতি দেয়ারও দাবী জানান৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই