সংঘাতের মাঝে শান্তির খোঁজে গাজার নারীরা
দারিদ্র্য আর বঞ্চনার মাঝেও গাজার নারীরা হাল ছেড়ে দেননি৷ বরং সংঘাতের মাঝেও নানাভাবে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন তাঁরা৷ রয়টার্সের দুই সাংবাদিক তুলে এনেছেন তাঁদের জীবন সংগ্রামের চিত্র৷
পার্কে সেলফি
সতের বছর বয়সি ফিলিস্তিনি শিক্ষার্থী ওয়েসেল আবু আমরা গাজার একটি পার্কে সেলফি তুলছেন৷ বন্ধুদের সঙ্গে গাজার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে, কেনাকাটা করতে আর রেস্টুরেন্টে খেতে ভালোবাসেন আবু আমরা৷ ‘‘যুদ্ধ এবং দুর্বল অর্থনীতির মাঝে থাকা সত্ত্বেও আমরা কিছুটা আনন্দে সময় কাটানোর চেষ্টা করি,’’ বলেন তিনি৷
বোনের সঙ্গে বাড়িতে
ছোটবোনের সঙ্গে পারিবারিক বাড়িতে খেলছেন আবু আমরা৷
নিয়মিত নামাজও পড়েন
বাড়িতে জায়নামাজে আবু আমরা৷
সমুদ্র সৈকতে ঘোড়ায় চড়া
চব্বিশ বছর বয়সি ফিলিস্তিনি সুয়াদ দাউদ গাজার সমুদ্র সৈকতে একটি ঘোড়ায় চড়েছেন৷ ‘মেডিক্যাল সেক্রেটারি’ বিষয়ে ডিপ্লোমা করার পরও চারবছর ধরে বেকার তিনি৷ ‘‘গাজায় কোনো চাকরি নেই৷ যখন আমি বিরক্ত বোধ করি, তখন বন্ধুদের নিয়ে সমুদ্র সৈকতে বা সবুজ কোথাও চলে যাই,’’ বলেন দাউদ৷
অশ্বারোহিণী ফাতেমা ইউসুফ
সতের বছর বয়সি ফাতেমা ইউসুফ উচ্চমাধ্যমিকে পড়ছেন৷ ‘‘স্কুলে এটা আমার শেষবর্ষ বলে কিছুটা চাপ অনুভব করি, কিন্তু ঘোড়ায় চড়লে নিজেকে মুক্ত মনে হয়,’’ বলেন ইউসুফ৷
মনোযোগী শিক্ষার্থী
ঘোড়ায় চড়ে শান্তি খুঁজলেও লেখাপড়ার ব্যাপারে বেশ মনোযোগী ফাতেমা ইউসুফ৷ ছবিতে নিজের ঘরে লেখাপড়া করছেন তিনি৷
রাস্তায় স্কুলশিক্ষার্থীরা
ফিলিস্তিনি দুই শিক্ষার্থী স্কুলে যাচ্ছেন৷
সমুদ্র দর্শন
সমুদ্রের পাড়ে বসে প্রকৃতি উপভোগ করছেন গাজার দুই তরুণী৷ গাজা উপত্যকায় যে সংঘাত চলছে তা কি এই ছবি দেখে বোঝার কোন উপায় আছে?