‘‘সংকটে সংগ্রামে রবীন্দ্রনাথ আমাদের চির প্রেরণার উৎস'' - শেখ হাসিনা
৬ মে ২০১১শেখ হাসিনা বলেন, সংকটে সংগ্রামে আর ভালবাসায় রবীন্দ্রনাথ আমাদের চির প্রেরণার উৎস৷ আর মো. হামিদ আনসারি বলেন, রবীন্দ্রনাথের চিন্তা এবং দর্শন চির আধুনিক৷
আর মাত্র একদিন পর পর ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্ম বার্ষিকী৷ এই শুভক্ষণের সব আয়োজন করছে বাংলাদেশ আর ভারত একসঙ্গে মিলে৷ গত বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় রবীন্দ্র সার্ধশত জন্ম বার্ষিকী যৌথভাবে উদযাপনের সিদ্ধান্ত হয়৷ দু'দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এজন্য দু'টি কমিটিও গঠন করা হয়৷ আজ ঢাকায় উদ্বোধন করা হল সার্ধশত জন্ম বার্ষিকীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার৷
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের উপরাষ্ট্রপতি মো. হামিদ আনসারি বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে আসা তার জন্য আনন্দের৷ আর তা যদি হয় রবীন্দ্রনাথের সার্ধশত জন্ম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে, তাহলে তা বিশেষ মাত্রা পায়৷ তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের এধরনের যৌথ আয়োজন এই প্রথম৷ এটি একটি ঐতিহাসিক ঘটনা৷ এই ঘটনা প্রমাণ করে রবীন্দ্রনাথ তার সময়ের সবচেয়ে অগ্রসর মানুষ ছিলেন৷ তার চিন্তা এবং দর্শন এখনো আধুনিক৷
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ সব সংগ্রাম, সংকট আর ভালবাসায় রবীন্দ্রনাথের চিন্তা ও সৃষ্টি অনুপ্রেরণা যুগিয়েছে৷ তাকে কোন দেশ কালের গণ্ডিতে আবদ্ধ রাখা যায়না৷ প্রধানমন্ত্রী বলেন, রবীন্দ্র চর্চাকে আরো বিস্তৃত করতে শিলাইদহে রবীন্দ্র বিশ্বিদ্যালয় স্থাপন করা হবে৷
এদিকে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করছেন৷ তাঁরা দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও কথা বলেন৷ বৈঠক শেষে খালেদা জিয়ার উপদেষ্টা সমশের মুবিন চৌধুরী বলেন, তাঁরা দু'দেশের সম্পর্ক আরো জোরদার করা কথা বলেছেন৷ খালেদা জিয়া ভারতের উপরাষ্ট্রপতিকে জানিয়েছেন, দু'দেশের মধ্যে অমিমাংসীত যেসব সমস্যা রয়েছে তার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক