শ্রীলঙ্কায় আবার জরুরি অবস্থা
১৮ জুলাই ২০২২গত সপ্তাহে সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে যাওয়ার পরই এক ঘোষণার মাধ্যমে জরুরি অবস্থা জারি করেছিলেন বিক্রমাসিংহে৷ মূলত সেনাবাহিনী মোতায়েন করে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্যই সেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল৷ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে জারি করা সেই জরুরি অবস্থার মেয়াদ শেষের কোনো ঘোষণা ছাড়াই শনিবার নতুন এক বিবৃতির মাধ্যমে আবার জরুরি অবস্থা জারি করা হয়৷ এক সপ্তাহের ব্যাবাধানে কার্যকর করা নতুন এ জরুরি অবস্থা কতদিন চলবে সে বিষয়ে সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া বিক্রমাসিংহে কিছু বলেননি৷
এর আগে সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠান গোটাবায়া রাজাপাকসে৷ শুক্রবার তার পদত্যাগপত্র গ্রহণ করে শ্রীলঙ্কার পার্লামেন্ট৷ শনিবার এক জরুরি সভায় মিলিত হয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন সংসদ সদস্যরা৷ মঙ্গলবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে শেষ হবে এই প্রক্রিয়া৷
চরম অর্থনৈতিক বিপর্যয়ের কারণে গত কয়েকমাস ধরেই সরকার-বিরোধী বিক্ষোভ চলছে শ্রীলঙ্কায়৷ বিক্ষোভের মুখে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যা করার পর প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও পদ ছাড়তে বাধ্য হন৷ তখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন রনিল বিক্রমাসিংহে৷ কিন্তু তুমুল বিক্ষোভের মধ্যে গোটাবায়া দেশ ছাড়তে বাধ্য হলে সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয় রনিল বিক্রমাসিংহকে৷ বিক্ষোভকারীদের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে, বিক্রমাসিংহকেও পদত্যাগ করতে হবে, কারণ, তাকেও তারা নতুন সরকারের কোনো দায়িত্বে দেখতে চান না৷
এসিবি/ কেএমএ (রয়টার্স, ডিপিএ)