1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রাবণীকে বাঁচাতে চায় ইন্টারনেট প্রজন্ম

২৮ নভেম্বর ২০১০

শ্রাবণী নেহাত সাদামাটা এক মেয়ে৷ গত মার্চে বিয়ের পর সবে সংসার সাজাচ্ছে সে৷ স্বামী তরুণ কম্পিউটার প্রকৌশলী, নাম ধ্রুব৷ কিন্তু হঠাৎই যেন ঝড় উঠলো তাদের সংসারে৷ কঠিন এক রোগ বাসা বেঁধেছে শ্রাবণী’র শরীরে৷

https://p.dw.com/p/QKBU
শ্রাবণীকে সহায়তায় ফেসবুক পাতাছবি: Facebook.com

তাঁর দেহে রক্ত উৎপাদন হয়না৷ রোগটা বেশ জটিল৷ কিন্তু চিকিৎসা সম্ভব৷ এজন্য চাই অর্থ৷ সেই অর্থের জোগান দিতে ফেসবুক, ব্লগকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে ইন্টারনেট প্রজন্ম৷ ফেসবুকে তৈরি হয়েছে শ্রাবণীকে সাহায্যের জন্য বিশেষ পাতা৷ সেখানে বিশ্বজিতের মন্তব্য, আসুন একটা প্রাণ রক্ষা করি৷ খুলনার জন্য একটা অপশন আছে৷ ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিডিওএসএন এর স্টলে টাকা জমা দেয়া যাবে৷

শ্রাবণীর চিকিৎসার জন্য প্রয়োজন ৩৫ থেকে ৪০ লাখ টাকা৷ এই অর্থ দিয়ে ভারতে তাঁর বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন করা সম্ভব৷ ফেসবুকে মুনীর হাসান জানাচ্ছেন কত সহজে এই টাকা যোগাড় সম্ভব৷ এই তথ্য প্রযুক্তিবিদ লিখেছেন, ৪০ লক্ষ আসলে কতো টাকা? প্রত্যেকে ১ টাকা করে দিলে মাত্র ৪০ লক্ষ জন লাগে৷ ৪০ লক্ষ মানে আমাদের জনসংখ্যার ২.৫ শতাংশ৷ দেশের বাইরে আমাদের প্রায় ৭০ লক্ষ প্রবাসী বাঙ্গালি আছেন! ১০ টাকা করে দিলে সেটি নেমে আসে ৪ লক্ষে! আর ১০০ টাকা করে দিলে সেটি হয় ৪০ হাজার! এটিই আমাদের টার্গেট হোক৷

সত্যিইতো, কত সহজে সংগ্রহ করা যায় ৪০ লাখ টাকা৷ তাতে বাঁচতে পারে একটি প্রাণ৷ বিভিন্ন বাংলা ব্লগেও তাই চলছে শ্রাবণীকে বাঁচানোর চেষ্টা৷ চতুর্মাত্রিক-এ ব্লগার বোহেমিয়ান লিখেছেন, ‘শ্রাবণীপু, আমরা আছি৷ তোমার পাশে, ধ্রুব ভাইয়ার পাশে'৷ আমারব্লগে ব্লগার সারথী'র মন্তব্য, পাঠক আপনি যদি ৫০ টি টাকাও দিতে চান৷ সেটাও ফেলনা নয়৷ বিন্দু বিন্দু দিয়েই তো সিন্ধু হয়৷ আমরা সবাই মিলে কি শ্রাবণীর জীবনটা বাঁচিয়ে তুলতে পারিনা৷

ব্লগ, ফেসবুক নিয়ে অনেকের মাঝে বিরূপ মানসিকতা আছে৷ কেউ কেউ মনে করেন এগুলো শুধুই সময়ের অপচয়৷ কিন্তু সেই ভাবনা বদলের বোধহয় সময় এসেছে৷ সামাজিক সচেতনতায়ও কাজে আসতে পারে নতুন এই মাধ্যম৷ শ্রাবণীদের বাঁচানোর চেষ্টাতো সেই প্রমাণই দিচ্ছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম