শেখ হাসিনার সোয়া দুই লাখ, প্রতিদ্বন্দ্বীর ১২৩
৩০ ডিসেম্বর ২০১৮সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট৷ ফলে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের ক্ষমতায় থাকা প্রায় নিশ্চিত৷
নির্বাচন কমিশন গভীর রাত পর্যন্ত ২১৭ আসনের ফল ঘোষণা করেছে৷ আওয়ামী লীগ ও জোট শরিকরা নৌকা প্রতীকে পেয়েছে ১৮৬ আসন৷ দলটির জোট-শরিক জাতীয় পার্টি জয় পেয়েছে ২২টিতে৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, জাতীয় ঐক্যফ্রন্ট এ পর্যন্ত জয়ের মুখ দেখেছে কেবল ছয়টি আসনে৷ আরো তিনটি আসনে জিতেছেন অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা৷
অন্যান্য যেসব আসনের আংশিক ফল সংবাদ মাধ্যমে আসছে, তাতেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুল বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে৷
শেখ হাসিনা বনাম ১২৩
টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
আসনের ১০৮টি কেন্দ্রের সবগুলোতেই জয় পেয়েছেন শেখ হাসিনা৷ এই আসনে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ৫১৪টি৷ এর ৯৩ শতাংশই ভোট দিয়েছেন শেখ হাসিনাকে৷ প্রধানমন্ত্রী পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫২৯ ভোট৷
গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জিলানী পেয়েছেন কেবল ১২৩টি ভোট৷
‘প্রহসনেও' জিতলেন মির্জা ফখরুল
নির্বাচনের নামে ‘নিষ্ঠুর প্রহসন' করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ কিন্তু বগুড়া-৬ আসনে বিপুল বিজয় পেয়েছেন ধানের শীষে৷ বগুড়া সদর আসনটিতে তিনি পেয়েছেন, দুই লাখ পাঁচ হাজার ৯৮৭ ভোট ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৮ হাজার ৯৬১ ভোট৷
প্রচারে না গিয়েও জয়ী এরশাদ
আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে ঢাকা-১৭ আসন ছেড়ে দিলেও রংপুর-৩ আসনে জয় পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ৷
অসুস্থতার কারণ দেখিয়ে প্রচারে যাননি তিনি, দেননি নিজের ভোটও৷ তবে মহাজোটের প্রার্থী হিসেবে ইভিএমের আসনটিতে লাঙ্গল প্রতীকে এরশাদ পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ভোট৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী রিটা রহমান পেয়েছেন ৫৩ হাজার ৮৯ ভোট৷
ধরাশায়ী ‘সিংহ' হিরো আলম
কাহালু ও নন্দীগ্রাম নিয়ে গঠিত বগুড়া-৪ আসনে ধরাশায়ী হয়েছেন সিংহ মার্কার আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম৷ তিনি পেয়েছেন ৬৩৮ ভোট৷ অবশ্য নির্বাচন চলাকালেই কারচুপি ও পোলিং এজেন্টদের মারধরের প্রতিবাদ জানিয়ে নির্বাচন বয়কটের ঘোষণা দেন তিনি৷
আসনটিতে বিএনপির মোশারফ হোসেন এক লাখ ২৬ হাজার ৭২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের (ইনু) এ কে এম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪ হাজার ৬৭৯ ভোট৷
এডিকে/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)