শেখ হাসিনার জাপান সফর স্থগিত
২৪ নভেম্বর ২০২২আজ বৃহস্পতিবার জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুক তাকেইয়ের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর পেছাচ্ছে৷ সফরে দ্বিপক্ষীয় বেশ কিছু চুক্তি ও সমঝোতার ব্যাপারে এখনো সুরাহা হয়নি৷ সফরের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে৷
কূটনৈতিক একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, গত এক সপ্তাহে জাপানে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে দৈনিক ১০ হাজার ছাড়িয়ে গেছে৷ সফর স্থগিতের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে৷
তবে পরররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এ বছরে প্রধানমন্ত্রীর জাপান সফর হওয়ার সম্ভাবনা কম৷ আগামী বছরের শুরুতে এ সফর হতে পারে৷
জাপান সফরে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ও গুরুত্ব পাবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন৷
তিনি বলেছিলেন, ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর জাপান সফর করবেন শেখ হাসিনা৷ সফরের প্রস্তুতি নিতেও শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তর৷
ওই সফরে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র উন্মোচনে দুই দেশের মধ্যে একটি সম্মতিপত্র (লেটার অব ইনটেন্ট) সই হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব৷
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো জাপানও পৃথক কৌশল নিয়ে কাজ করছে৷ বাণিজ্য-বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে কার্যক্রম বিস্তৃত করতে চাইছে দেশটি৷
একেএ/কেএম (প্রথম আলো/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)