1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'শুরুটা সহজ ছিল না'

২২ জুন ২০১৩

প্রথম বিদেশ সফরই জার্মানিতে৷ শুধু আসা আর যাওয়া নয়, ১৭ থেকে ১৯ জুন জার্মানির বন শহরে চলা 'গ্লোবাল মিডিয়া ফোরাম'-এর সম্মানিত অতিথি হওয়া এবং তথ্যকল্যাণী প্রকল্পের কর্মী হিসেবে পুরস্কার গ্রহণ করা৷ সব করেছেন মাহফুজা আক্তার৷

https://p.dw.com/p/18tia