শুরু হলো গ্রন্থমেলা
১ ফেব্রুয়ারি ২০১৩বাংলা একাডেমী চত্তরে শুক্রবার দুপরের পর অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এই উদ্বোধন অনুষ্ঠানের জন্য বইমেলা পুরোপুরি প্রস্তুত৷ স্টল সাজানো হয়েছে৷ প্রস্তুত লেখক, প্রকাশকরাও৷ ডয়চে ভেলেকে এ কথা জানালেন বাংলা একাডেমীর পরিচালক শাহিদা আলম৷
বইমেলায় এবার শুধুমাত্র প্রকাশকদের স্টল দেয়া হয়েছে৷ মোট ২৪০ জন প্রকাশকসহ চারশ'টি স্টল বরাদ্দ করা হয়েছে৷ আর পাইরেসি বন্ধে নেয়া হয়েছে উদ্যোগ৷ এছাড়া, রাজনৈতিক উত্তাপকে বিচেনায় রেখে নিরাপত্তা ব্যবস্থার দিকেও দেয়া হয়েছে বিশেষ নজর৷ যা ডয়চে ভেলেকে জানান বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান৷
প্রকাশকদের জন্য মেলা এবং তার পরিসর একাডেমী চত্তরে সীমবাদ্ধ রাখার ব্যাপারে লেখক, প্রকাশকরা সন্তোষ প্রকাশ করলেও কেউ কেউ মনে করেন যে, নতুন প্রকাশকদের জায়গা করে দিতে মেলার পরিসর বাড়ানো উচিত৷
প্রকাশকরা জানান, বইমেলাকে সামনে রেখে কম-বেশি চার হাজার নতুন বই প্রকাশ করা হয়েছে৷ তবে এবার বইয়ের দাম একটু বেশি পড়তে পারে৷
বইমেলায় বিদেশি লেখকদের বাংলা বই বিক্রির বিধান রাখা হয়েছে৷ কিন্তু তা হতে হবে আন্তর্জাতিক কপিরাইট আইন মেনে৷ পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে এই অমর একুশে গ্রন্থমেলা৷