বার্লিনালে
১০ ফেব্রুয়ারি ২০১২ফরাসি বিপ্লবের পটভূমিকায় তৈরি এই ছবিতে রানি মারি এ্যান্তোয়ানেতের ভূমিকায় অভিনয় করেছেন হলিউডবাসী জার্মান অভিনেত্রী ডায়ান ক্রুগার৷ বার্লিনালে ‘ফেয়ারওয়েল মাই কুইন'এর পাশাপাশি আরো ১৮টি ছবি দেখানো হবে৷ মূল প্রতিযোগিতা রয়েছে এই ছবিগুলো৷
মাইনাস তাপমাত্রা উপেক্ষা করে অতিথিরা এসেছে তা দেখে ফেস্টিভ্যালের পরিচালক কসলিক উচ্ছাস প্রকাশ করেন৷ তার মতে প্রথম সারির অতিথিরা আসা মানেই অনুষ্ঠানের আয়োজন সার্থক হয়েছে৷
তবে সমালোচকরা মনে করছেন, অনেক অপরিচিত পরিচালকের ছবি স্থান পাচ্ছে এই বার্লিনালেতে৷ এর মধ্যে রয়েছে ২০১১ সালে তৈরি ইরানের ছবি ‘এ সেপারেশন'৷ ছবিটি ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব বেয়ার পুরস্কার পেয়েছে৷ এর পাশাপাশি অস্কারের জন্য দুটি মনোনয়ন পেয়েছে ইরানের এই ছবিটি৷
এ বছরের বার্লিনালে জুরির তালিকায় রয়েছেন ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক মাইক লেই এবং মার্কিন অভিনেতা জেক গিলেনহ্যাল৷ তারা বিভিন্ন ছবি দেখছেন, যাচাই করছেন এবং তারা অন্য ধরণের ছবির প্রতিও আগ্রহ দেখাচ্ছেন৷ হতে পারে আফ্রিকা মহাদেশ থেকে আগত অসাধারণ কোন ছবির জন্য তারা অপেক্ষা করছেন৷
ফেস্টিভ্যালের পরিচালক কসলিক এ প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য হল ভিন্ন ধর্মী ছবি খুঁজে বের করা৷ যে ধরণের ছবি বা যে দেশ থেকে ছবি কখনো আমরা পাইনি সেসব দেশ থেকে আমরা সবসময়ই ছবি প্রত্যাশা করি এই ফেস্টিভ্যালে৷'' তিনি আরো বলেন, ‘‘যেমন ধরা যাক আফ্রিকা মহাদেশের কথা৷ এই মহাদেশকে আমরা ভুলেই থাকি৷ এ বছর সেনেগালের ছবি ‘টেন' এসেছে বার্লিনালে৷ ছবির পরিচালক অ্যাঁলা গোমিস৷'' এর পাশপাশি রয়েছে ‘ওয়ার উইচ' এবং ‘টাবু' ছবি দুটি৷ এই ছবি দুটিও আফ্রিকার৷
বাস্তব ঘটনা নিয়ে তৈরি কিছু ছবি থাকছে বার্লিনালেতে৷ অস্ট্রিয়ার মেয়ে নাতাশা কাম্পুশকে অপহরণ করে আট বছর বন্দি করে রাখা হয়েছিল জঙ্গলের একটি গোপন কুঠিরে৷ নাতাশার কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে একটি ছবি নাম, ‘কামিং হোম'৷ হাঙ্গেরির ছবি ‘জাস্ট দ্যা উইন্ড'৷ হাঙ্গেরিতে এক রোমা পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয় – বাস্তব ঘটনা৷ সেই ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে ছবি৷
তবে শুধু ছবিই নয় বার্লিনালেতে প্রয়োজন বড় বড় তারকার৷ যেমন ধরা যাক মেরিল স্ট্রিপ৷ তিনি আসছেন বার্লিনালেতে৷ ১৪ তারিখে তার হাতে তুলে দেয়া হবে সম্মানিত গোল্ডেন বেয়ার পুরস্কার৷ আরও আসবেন ব্র্যাড পিট পত্নী এ্যাঞ্জেলিনা জোলি৷ তার প্রথম পরিচালিত ছবি ‘ইন দ্যা ল্যান্ড এফ ব্লাড এ্যান্ড হানি' দেখানো হবে বার্লিনালেতে৷ বসনিয়ার যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবি৷ এটিও সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত৷
আরো থাকছে সেপ্টেম্বর ২০০১ সালের সন্ত্রাসী হামলার ওপর ছবি ‘এক্সট্রিমলি লাউড এ্যান্ড ইনক্রেডিবলি ক্লোজ'৷ ছবিতে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস এবং সান্ড্রা বুলক৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক