রাজনীতিতে বাংলাদেশ
২৩ মে ২০১২প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া প্রায়ই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেন৷ তবে বিশ্লেষকরা মনে করেন, কেউ দুর্নীতি করলে তার তদন্ত ও বিচার অবশ্যই হতে হবে৷ আর এজন্য দেশে নানা প্রতিষ্ঠান আছে৷ তাদেরই এই দায়িত্ব পালন করতে দেয়া উচিত৷ শীর্ষ রাজনৈতিক নেতারা পরস্পরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণে গেলে তা রাজনীতির জন্য ভাল না৷ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান মনে করেন, এতে রাজনৈতিক সংকট আরো জটিল হয়৷ তাঁর মতে, একারণেই বর্তমান রাজনৈতিক সংকট এখন আর সহজে মিটবেনা৷ তৃনমূল থেকে সমঝোতার চাপ আসতে হবে৷
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেকজন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মনে করেন, রাজনীতি এখন আবর্তিত হচ্ছে ব্যক্তিস্বার্থকে কেন্দ্র করে৷ এখন রাজনৈতিক দ্বন্দ্ব ক্ষমতায় থাকা আর ক্ষমতায় যাওয়া নিয়ে৷ তাই সংকট ঘনীভূত হচ্ছে৷ তিনি বলেন, একারণে সুশীল সমাজের অনেকেই সংকট নিরসনের কথা বললেও তাদের এ নিয়ে এগিয়ে যাওয়ার মত পরিস্থিতি নেই৷
তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মনে করেন, সংকট নিরসনের সুযোগ আছে৷ বিরোধী দল কোন শর্ত ছাড়া খোলা মন নিয়ে আলোচনায় বসলেই সংকট কেটে যাবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন