1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেতাদের সমর্থন থাকলে জিতব: ট্রাম্প

২৬ অক্টোবর ২০১৬

হিলারি ক্লিনটনের সিরিয়া পরিকল্পনা ‘তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাবে’ বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ কিছুটা হতাশা নিয়ে তিনি বলেন, দলের শীর্ষ নেতারা সমর্থন দিলে নিশ্চিতভাবেই তিনি জিততেন৷

https://p.dw.com/p/2RiDk
US Präsidentschaftkandidat Donald Trump
ছবি: picture alliance/dpa/EFE/G. Viera
US Präsidentschaftkandidat Donald Trump
ছবি: picture alliance/dpa/EFE/G. Viera

মঙ্গলবার ফ্লোরিডার মায়ামিতে নিজের মালিকানাধীন ট্রাম্প ন্যাশনাল ডোরাল গল্ফ রিসোর্টে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি৷ এ সাক্ষাৎকারে মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রর নীতি বিষয়ক ইস্যুগুলো প্রাধান্য পেয়েছে৷

রিপাবলিকান দলের শীর্ষ নেতাদের অবস্থান তাঁকে কিছুটা সংশয়ে ফেললেও ট্রাম্প অবশ্য বলেছেন, জয়ের ব্যাপারে এখনো তিনি আশাবাদী৷

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসলামিক স্টেটকে দমন করা৷’’ এটাই মার্কিন পররাষ্ট্রনীতির বর্তমান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি৷ সিরিয়ায় ‘নো ফ্লাই জোন' ও বেসামরিকদের রক্ষায় ভূমিতে ‘সেফ জোন' প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন হিলারি৷

এসব ‘জোন' রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার জঙ্গি বিমানগুলোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে কোনো কোনো বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করেছেন৷ এ প্রসঙ্গে ট্রাম্প জানতে চান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে হেয় করার পর হিলারি কীভাবে তার সঙ্গে বিরোধ মিমাংসা নিয়ে আলোচনা করবেন৷

সিরিয়ার গৃহযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সংঘাত কমানোতো দূরের কথা, হিলারি যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবেন৷'' ট্রাম্প বলেন, ‘‘আমাদের এখন উচিত আইএসের দিকে মনোযোগ দেয়া৷ সিরিয়া আমাদের মূল লক্ষ্য নয়৷ আমরা যদি হিলারির কথা শুনি তবে নির্ঘাত সিরিয়া যুদ্ধের অবসান হবে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে৷'' ট্রাম্পের মতে, এই যুদ্ধ হবে সিরিয়া, রাশিয়া এবং ইরানের মধ্যে৷ রাশিয়া যে একটি পারমাণবিক শক্তিধর দেশ সে কথা মনে করিয়ে দিয়ে ট্রাম্প আরো বলেছেন, ‘‘তিন বছর আগে সিরিয়ার প্রেসিডেন্ট যতটা শক্তিশালী ছিল, বর্তমানে তার শক্তি তার চেয়ে অনেক বেশি৷''

এছাড়া ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রড্রিগো দ্যুতের্তের সঙ্গে সম্পর্ক ছিন্নের জন্য প্রেসিডেন্ট ওবামাকে দায়ী করেন তিনি৷ সাক্ষাৎকারের এক পর্যায়ে ট্রাম্প বলেন, দলের প্রতিটি মানুষ যদি তাঁকে সমর্থন করত তবে তিনি অবশ্যই জয়ী হতেন৷ ৮ নভেম্বর নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে নেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মিডিয়া ভোটকে প্রভাবিত করছে৷ রিপাবলিকান পার্টির নেতৃত্ব নিয়ে তাঁর সমর্থকরা হতাশ বলেও জানান ট্রাম্প৷ দলে একতা থাকলে হিলারি নির্বাচনে জিততে পারবেন না- এমন মন্তব্যও করেছেন তিনি৷ ট্রাম্প বলেন, ‘‘সমর্থকরা এ বিষয়ে ক্ষোভ জানিয়ে বলেছে, শীর্ষ নেতৃত্ব থেকে সমর্থন পেলে আমরা একশ ভাগ জিততাম৷ তারপরও বলবো আমরা যে কোনোভাবে নির্বাচনে জিতবো৷''

অন্যদিকে ট্রাম্পের এই সমালোচনা প্রত্যাখ্যান করে হিলারির মুখপাত্র জেসি লেরিচ এক বিবৃতিতে বলেছেন, ‘‘রিপাবলিকান ও ডেমোক্র্যাট, দুই দলের নিরাপত্তা বিশেষজ্ঞরা সর্বাধিনায়ক হওয়ার অযোগ্য বলে ট্রাম্পের নিন্দা করেছেন৷ তিনি পুটিনের কথা বলে মার্কিন নাগরিকদের মনে ভয়ের সঞ্চার করতে চাইছেন, কিন্তু আইএস দমনে কোনো নীতির কথা উল্লেখ করেননি৷ এছাড়া সিরিয়ায় যে মানবিক বিপর্যয় ঘটছে তা নিয়েও কোনো মন্তব্য করেননি ট্রাম্প৷''

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান