শীতেই বসন্তের অনুভূতি: ভালো কথা নয়
জার্মানি সহ ইউরোপে এখন চলছে শীতকাল৷ কিন্তু শীতের আমেজের চেয়ে যেন বসন্তের আবহাওয়াই বেশি অনুভূত হচ্ছে বেশ কিছু অঞ্চলের মানুষের মনে৷ উদ্ভিদ আর প্রাণীর ক্ষেত্রেও সেটি ঠিক৷
বিভ্রান্ত প্রকৃতি
তুলনামূলক গরম আবহাওয়ার কারণে জার্মানির বনাঞ্চলের প্রাণীদের এখনই যৌনমিলনে লিপ্ত হতে দেখা যাচ্ছে৷ আগে যেমনটা সাধারণত বসন্তের সময় চোখে পড়ত৷
আগেই ফুল ফুটে যাচ্ছে
জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়ার মৌমাছি পালক ৭৬ বছর বয়সি হান্স-ইয়ুর্গেন পাকহাইজার বলেন, ‘‘এটা দেখে অবাক হতে হয় যে কিছু প্রজাতির গাছে এখনই ফুল ফুটতে শুরু করেছে৷’’
আগেই হাইবারনেশন
শীতের সময়টা সাধারণত হাইবারনেশনে চলে যায় হাঁস জাতীয় প্রাণীগুলো৷ কিন্তু পরিবর্তিত আবহাওয়ার কারণে তাদের অনেককে এখন চড়ে বেড়াতে দেখা যাচ্ছে৷ মুরগিও ডিম পাড়া শুরু করে দিয়েছে৷
কৃষকরাও ভাবনায়
পরিবর্তিত পরিস্থিতির কারণে কৃষকরাও বুঝে উঠতে পারছেন না কখন থেকে চাষাবাদ শুরু করবেন৷ গরম আবহাওয়া কিছু ফসলের ফলন বাড়াতে সহায়ক হবে৷ তবে এই আবহাওয়াই আবার অন্য ফসলের ক্ষেত্রে বিপদের কারণ হতে পারে৷ কারণ পর্যাপ্ত ঠান্ডা না পড়লে উপরে ছবিতে যে কীটপতঙ্গ দেখছেন সেগুলো মারা যাবে না৷ ফলে সেগুলো ফলনের পথে বাধা হয়ে দাঁড়াবে৷
বসন্তে কী হবে?
তাপমাত্রা শূন্যের নীচে না যাওয়ায় গোলাপ আর ড্যাফোডিল এখনই ফুটতে শুরু করেছে৷ অথচ বছরের এই সময়টায় তাদের সুপ্তাবস্থায় থাকার কথা৷ তাই বসন্তের সময় ফুলগুলোর বেঁচে থাকা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা৷
টিউলিপ ফুটবে তো!
ফ্রান্সের লিল শহরের একজন বাগানবিদ জানান, টিউলিপ ফুল বসন্তে ফুটলেও তাদের ফোটার জন্য শীতকালটা বেশ গুরুত্বপূর্ণ৷ কিন্তু এবার যদি পর্যাপ্ত শীত না পড়ে তাহলে বসন্ত আসলে টিউলিপের দেখা এবার আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷
উভচর প্রাণীদেরও একই অবস্থা
এবার শীতকালে বৃষ্টিপাত হওয়া আর গরম তাপমাত্রার জন্য বিপদে আছে ইউরোপের উভচর প্রাণীরা৷ ছোট ব্যাঙদের এখনই (নির্ধারিত সময়ের আগে) হালকা ঘনত্বের বনাঞ্চলের দিকে ছুটে যেতে দেখা যাচ্ছে৷ সেটা করতে গিয়ে পথেই মারা পড়ছে শত শত ছোট ব্যাঙ৷