শীতকালে বেড়ানোর জন্য জার্মানির শীর্ষ দশটি দ্বীপ
গরমের সময় জার্মানির দ্বীপগুলোতে পর্যটকদের বেশ আনাগোনা থাকে৷ কিন্তু যাঁরা অনেক মানুষের সমাগম পছন্দ করেন না, তাঁরা চাইলে শীতেও সেখানে যেতে পারেন৷ এমনই কয়েকটি দ্বীপের কথা থাকছে ছবিঘরে৷
ঝোড়ো হাওয়ায় ঘোরাঘুরি
জার্মানির সবচেয়ে বড় দ্বীপ ব়্যুগেন৷ বাল্টিক উপকূলের এই দ্বীপটি গ্রীষ্মকালে জমজমাট থাকলেও শীতে অল্প সংখ্যক পর্যটকের দেখা মেলে৷ ঝোড়ো আবহাওয়ার মধ্যেও যেন তাঁরা ঘুরতে পারেন সেজন্য রয়েছে নানারকম টুর-এর ব্যবস্থা৷ আছে স্কেটিং-এর সুবিধাও৷ আর যাঁদের একটু গরম পছন্দ তাঁদের জন্য হোটেলগুলোতে রয়েছে ব্যবস্থা৷
সৈকতে স্কি!
জার্মান-পোল্যান্ড সীমান্তের উজেডম দ্বীপের সৈকতে শীতের সময় পর্যটকরা যান স্কি করতে৷ অর্থাৎ গরমে যেখানে সবাই সূর্যস্নান করে, শীত এলেই সেটা হয়ে যায় স্কি-র জায়গা৷
সামুদ্রিক ঈগল দেখতে হিডেনজে
খেয়াল করে দেখুন পানি সব বরফ হয়ে গেছে৷ শীতের হিডেনজে বা হিডেনসি এমনই৷ সেখানে গেলে বিরল প্রজাতির সামুদ্রিক ঈগলের দেখা পাওয়া যাবে৷ গরমের সময় যেটা আপনি পাবেন না৷
সাগর দেখার সময় শীতকাল!
উত্তর সাগরের জ্যুল্ট দ্বীপে গ্রীষ্মকালে গেলে পর্যটকদের ভিড়ে স্বস্তিমতো সাগরের সৌন্দর্য দেখাই দায়৷ কিন্তু শীতের সময়কার এই ছবিটি দেখুন৷ হাতেগোনা অল্প কয়েকজনকে দেখা যাচ্ছে৷ ফলে তাঁরা সময় নিয়ে সাগরের রূপ উপভোগ করতে পারছেন৷
ঘমুন্ত আমরুম
জ্যুল্ট দ্বীপের পাশেই আমরুম-এর অবস্থান৷ প্রতি গ্রীষ্মে সেখানে গড়ে প্রায় আট হাজার পর্যটকের দেখা মেলে৷ তখন তাঁদের আপ্যায়ন করতেই ব্যস্ত হয়ে পড়েন দ্বীপবাসী৷ তাই শীতকাল এলেই আরাম করতে চলে যান তাঁরা৷ তবে সেসময় যে অল্প সংখ্যক পর্যটক সেখানে যান তাঁরা নির্জন প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারেন৷
বন্যার দ্বীপ হালিগেন
নর্থ ফ্রিজিয়ান ভাডেন সাগরের বুকে ছোট ১০টি দ্বীপ নিয়ে গঠিত হালিগেন৷ ঐ অঞ্চলে প্রতি বছর ১৫ থেকে ২০ বার সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পায়৷ তাই বসবাসের জন্য মানুষ টিলা তৈরি করে সেখানে বাড়িঘর নির্মাণ করেছে৷ শীতের সময় রোমাঞ্চপ্রিয় পর্যটকরা ছুটে যান হালিগেন-এ৷
যেন সাগরের বুকে এক দুর্গ
জার্মানির মূল ভূখণ্ড থেকে ৬০ কিলোমিটার দূরের হেলগোল্যান্ড দেখতে অনেকটা দুর্গের মতোই মনে হয়৷ ১৭২১ সালে বড় একটি দ্বীপ ভেঙে দুটো দ্বীপে পরিণত হয়৷ হেলগোল্যান্ড তার মধ্যে একটি৷ অন্যটির নাম ড্যুনে৷ শীতে সেখানে গেলে ধূসর রঙয়ের শিশু সিল জন্মাতে দেখা যায়৷
বিচিত্র হাঁসের দেখা মেলে নর্ডার্নে
প্রকৃতির নির্জনতা উপভোগের পাশাপাশি বিচিত্র হাঁসের সঙ্গে পরিচিত হতে পর্যটকরা শীতের সময় নর্ডার্নে দ্বীপে যান৷
না বেশি গরম, না বেশি শীত
এই হলো বোর্কুম দ্বীপের আবহাওয়া৷ জার্মানির সঙ্গে নেদারল্যান্ডসের সীমান্তের এই দ্বীপটি তাই পর্যটকদের প্রিয়৷ সেখানকার বাতাস বেশ পরিষ্কার, সঙ্গে আছে পর্যাপ্ত আয়োডিন৷ দ্বীপটিতে তিনটি বাটিঘর রয়েছে৷ ছবির এই লাইটহাউজটি ১৯ শতকের শেষে নির্মাণ করা হয়, এবং এটি জার্মানির প্রথম বাতিঘর যেটাতে বিদ্যুতের ব্যবহার হয়েছে৷
শীতে ফুলের দেখা!
জার্মানি, অস্ট্রিয়া আর সুইজারল্যান্ড জুড়ে লেক কন্সটান্স হ্রদের অবস্থান৷ বিশাল এই হ্রদের মাঝে রয়েছে মাইনাও নামের একটি দ্বীপ৷ শীত শেষ হওয়ার আগেই সেখানে ফুল ফোটা শুরু করে৷ তাই প্রকৃতিপ্রেমী পর্যটকদের প্রিয় একটি জায়গা মাইনাও৷