শীত বাড়ছে, সংক্রমণ বাড়ছে, বিশৃঙ্খলাও বাড়ছে ইউরোপে
শীত শুরু হতেই ইউরোপে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ অথচ সব দেশে সংক্রমণ নিয়ন্ত্রণের কৌশল নিয়ে ঐকমত্য এখনো আসেনি৷ এখনো চলছে ভ্যাকসিনবিরোধী সমাবেশ৷ তাদের বিরুদ্ধেও কঠোর হচ্ছে কোনো কোনো দেশ৷ দেখুন ছবিঘরে...
রাশিয়া : ইউরোপে সবচেয়ে বেশি মৃত্যু
ইউরোপের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে রাশিয়ায়৷ সেখানে করোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা এখন দুই লাখ ৬০ হাজার ৩৩৫৷ ওপরের ছবিতে রাশিয়ার এক শহরের হাসপাতালে কোভিড-১৯- এ সংক্রমিত রোগীদের চিকিৎসার দৃশ্য৷
জার্মানি : সংক্রমণ বাড়ছে, বাড়ছে কোন্দল
জার্মানিতে করোনায় মৃতের সংখ্যা এক লাখ হতে চলেছে (৯৮, ৯০৮)৷ সংক্রমণও বাড়ছে৷ সপ্তাহে প্রতি এক লাখ মানুষের মধ্যে সংক্রমণ ৩৩৬ ছাড়িয়েছে৷ কিছু হাসপাতালের আইসিইউ ভরে যাওয়ায় নতুন করে রোগী ভর্তি করা যাচ্ছে না৷ অথচ করোনা সংকটের শুরুর দিকে জার্মানির মূল স্রোতের রাজনৈতিক দলগুলো কিছু বিষয়ে মতপার্থক্য সত্ত্বেও যেভাবে সংক্রমণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছিল, সেই ‘ঐকমত্যে’ এখন ফাটল দেখা যাচ্ছে৷
ইটালি : ভ্যাকসিনে বিল গেটস!
ইউরোপের আরেক দেশ ইটালিতে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৩২ হাজার ৯৬৫ জন৷ সংক্রমণ আবার বাড়ছে৷ অথচ ভ্যাকসিনবিরোধী সমাবেশ এখনো চলছে৷ মিলানের এক সমাবেশের একটা প্ল্যাকার্ডে বিল গেটসকে বলা হচ্ছে ‘যিশুবিরোধী’৷
অস্ট্রিয়া : ভ্যাকসিনবিরোধীদের জন্য লকডাউন
অস্ট্রিয়াতেও কোভিড-১৯-এ সংক্রমিতের সংখ্যা বাড়ছে দ্রুত৷ গত সোমবার থেকে যারা এখনো ভ্যাকসিন নেননি তাদের লকডাউনের আওতায় নেয়া হয়েছে৷ ওপরের ছবিতে ভিয়েনা শহরের লকডাউন করা একটি অঞ্চলে পুলিশের টহল৷
গ্রিস : ক্লান্ত স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
করোনা সংকট শুরুর পর থেকে গ্রিসের স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন৷ কাজের চাপ এত বেশি যে নিরুপায় হয়ে বিক্ষোভেও নামতে শুরু করেছেন তারা৷ ওপরে এথেন্সের সেরকম এক বিক্ষোভ মিছিলের ছবি৷
ইটালি : ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে রবার্ট কেনেডি
মিলানের এক ভ্যাকসিনবিরোধী সমাবেশে হাজির যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি৷