শিশুর কান্না থামাতে যাজকের চড়!
২৫ জুন ২০১৮জন্মের পর শিশুকে বিশুদ্ধ করার খ্রিষ্টান ধর্মীয় প্রক্রিয়া ব্যাপ্টিজম৷ ফ্রান্সের এক গির্জায় এমনই এক অনুষ্ঠানে দুই বছরের ছোট্ট শিশুটিকে নিয়ে এসেছিলেন বাবা-মা৷ কিন্তু খ্রিষ্ট ধর্মে দীক্ষিত হতে যাওয়া শিশুটির কান্না থামছিলই না৷
যাজক জাঁক লাক্রোঁ অনেকক্ষণ ধরেই শিশুটিকে থামতে অনুরোধ করছিলেন৷ কিন্তু দুই বছরের শিশু কি আর এত সব বোঝে! তার কান্না বরং বেড়েই চলেছিল৷
ভিডিওতে দেখা যায়, একসময় শিশুটির মুখে ধরে জোর করে নিজের দিকে ফেরান ৮৯ বছর বয়সি যাজক৷ অনেকটা ধমকের সুরেই চুপ করতে বলেন শিশুটিকে৷
তাতেও কান্না না থামলে এক পর্যায়ে শিশুটিকে চড় মেরে বসেন যাজক৷ সাথে সাথেই শিশুটির বাবা-মায়ের মুখ থেকে হাসি উধাও হয়ে যায়৷
দূর থেকে অনেককেই বলতে শোনা যায়, ‘বাচ্চাটিকে মারবেন না'৷ শিশুর মা যাজকের হাত থেকে সন্তানকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন৷ তবে এক পর্যায়ে বাবা তাকে ছাড়িয়ে নিতে সমর্থ হন৷
ভিডিওটি এরই মধ্যে নানা যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ একটি ইউটিব ভিডিও পাঁচ দিনেই দেখা হয়েছে ৪৩ লক্ষ বারেরও বেশি৷ প্রায় দেড় হাজার কমেন্টে ব্যবহারকারীরা জানিয়েছেন যাজকের এমন আচরণের নিন্দা৷
এডিকে/ডিজি