1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের জন্য বুলেটপ্রুফ পোশাক

টোবিয়াস কাউফার/এআই৭ জানুয়ারি ২০১৩

স্কুল শুটিং তাণ্ডব থেকে শিশুদের রক্ষায় বিশেষ ‘বুলেটপ্রুফ’ পোশাক তৈরি করেছেন মিগেল কাবালিয়েরো৷ যুক্তরাষ্ট্র হচ্ছে এই পোশাকের বড় বাজার৷ তাঁর আশা, পিতামাতারা সন্তানের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ পোশাক কিনবেন৷

https://p.dw.com/p/17FD7
Der kolumbianische Modedesigner Miguel Caballero hat sich auf die Produktion schusssicherer Kleidung spezialisiert. Copyright: Miguel Caballero Bogota, Januar 2013. Zugestellt von: Tobias Käufer
ছবি: Miguel Caballero

পোশাক ডিজাইনার মিগেল কাবালিয়েরোর কাছে সহিংসতা, মৃত্যু কিংবা খুন বিশেষ কোনো উদ্বেগের বিষয় নয়৷ নিত্যদিনের কাজের প্রয়োজনেই এসব গা সওয়া হয়ে গেছে তাঁর কাছে৷ না হয়ে উপায়ই বা কি? মেক্সিকো এবং কলোম্বিয়া হচ্ছে ল্যাটিন অ্যামেরিকার মাদক লড়াইয়ের মূলক্ষেত্র৷ আর সেখানেই কিনা কারখানা খুলে দিব্যি পোশাক বানাচ্ছেন তিনি! অনেকে মনে করেন, কারখানা প্রতিষ্ঠার জায়গা বাছাইয়ে কাবালিয়েরো ঝুঁকি নিয়েছেন, কারো মতে ব্যবসায়িক বিবেচনায় ঠিকই আছে৷

TO GO WITH AFP STORY by Nina Negroni Colombian businessman Miguel Caballero prepares to make a test firing a .38 caliber revolver against a leather jacket with bulletproof protection, at his factory on the outskirts of Bogota, on December 28, 2012. For 20 years, Miguel Caballero has designed and produced body armour for officers and personalities around the world, but is now also working in a line bullet-and-stab-proof wear for children to sell in the US. On the heels of the deadly shooting tragedy in Connecticut, US, in which 20 children and six women were killed, parents' anxiety is driving a surge in sales of bullet-proof backpacks, in the hope the armored bags can give their kids a safety edge. AFP PHOTO/Guillermo Legaria (Photo credit should read GUILLERMO LEGARIA/AFP/Getty Images)
সত্যি সত্যি গুলি করে বুলেটপ্রুফ পোশাক পরীক্ষাছবি: GUILLERMO LEGARIA/AFP/Getty Images

যাহোক, মূল কথায় ফেরা যাক৷ কাবালিয়েরো এবার শিশুদের জন্য বুলেটপ্রুফ পোশাক তৈরির দিকে মনোযোগী হয়েছেন৷ বন্দুকের গুলি ঠেকাতে সক্ষম পোশাক তিনি বানাচ্ছেন বহু বছর আগে থেকেই৷ তবে এতকাল সেগুলো ছিল নিরাপত্তা বাহিনী কিংবা সরকার প্রধানদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য৷ এবার তাতে যোগ হয়েছে শিশুদের পোশাক৷

কাবালিয়েরো জানিয়েছেন, শিশুদের জন্য বুলেটপ্রুফ ভি-ব্যাগ, পাফার কিডস, টি-শার্ট, সেফটি ভাস্ট তৈরি করেছেন তিনি৷ এসব পোশাক শিশুদেরকে ক্যানেটিকাটের নিউটনে ঘটে যাওয়া স্কুল শুটিংয়ের মতো হত্যাযজ্ঞ থেকে কিছুটা হলেও রক্ষা করতে সক্ষম হবে৷

শিশুদের এসব পোশাক, বিশেষ করে টি-শার্ট তৈরিতে অত্যাধুনিক বুলেটপ্রুফ পলিমেরিক ফাইবার ব্যবহার করা হয়েছে৷ ভারী গুলিও ঠেকাতে সক্ষম হবে এটি৷ আবার ওজনে এই টি-শার্ট বেশ হালকা এবং মূল পোশাকের নীচেও পরা যাবে৷

মিগেল কাবালিয়েরো মাঝে মাঝে অদ্ভুত কিছু কাজ করেন৷ যেমন, বুলেটপ্রুফ জ্যাকেট নিয়ে সন্দিহানদেরকে তিনি নিয়ে যান তাঁর কারখানায়৷ এরপর সেখানে বাস্তবিক পরীক্ষার ব্যবস্থা করেন তিনি৷ আর তা হচ্ছে একজনকে বুলেটপ্রুফ পোশাক পরিয়ে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া৷ শুনতে সাংঘাতিক মনে হলেও ইচ্ছুকদেরকে নিয়ে এভাবেই বুলেটপ্রুফ পোশাকের কার্যকারিত পরীক্ষা করেন তিনি৷

Internetauftritt der Firma Bogota, Januar 2013. Zulieferung : Tobias Käufer
শিশুদের জন্য বুলেটপ্রুফ জ্যাকেটছবি: Miguel Caballero

কাবালিয়েরোর তৈরি বুলেটপ্রুফ পোশাকের দাম তিনশো থেকে তিন হাজার মার্কিন ডলারের মধ্যে৷ তবে বিশেষ অর্ডারও গ্রহণ করেন তিনি৷ সেক্ষেত্রে দাম বেশি হতে পারে৷ বিশ বছর আগে মাত্র দশ মার্কিন ডলার পুঁজি নিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট তৈরিতে নেমেছিলেন এই ডিজাইনার৷ এখন তাঁর প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা ১৮০, বিক্রিও অনেক৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য