‘শিক্ষায় বিনিয়োগ না বাড়ালে শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা পাবেনা'
২৯ জুলাই ২০১১এবার এইচএসসি পাশ করা ৬ লাখ শিক্ষার্থী ভর্তি যুদ্ধে লড়বে৷ তাদের সবারই আশা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া৷
শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আসন স্বল্পতার বিপরীতে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুযোগ এসেছে৷ কিন্তু তাদের মানের উন্নয়ন ঘটাতে হবে৷ আরেক শিক্ষাবিদ ড. নজরুল ইসলাম বলেন, বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও আসন বাড়াতে হবে৷ আর বাড়াতে হবে মান৷ তারা দুজনই মনে করেন, শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে৷ এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড ছাড়া বাকি ৬টি বোর্ডে ফলাফলের শীর্ষে রয়েছে ক্যাডেট কলেজ৷ যেখানে শিক্ষায় প্রচলিত কলেজের চেয়ে বিনিয়োগ অনেক বেশি৷
এবারের এইচএসসিতে পাশের হার ০.০৮ ভাগ বেড়েছে৷ জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী আগের বছরের চেয়ে ১১ হাজার বেশি৷ কিন্তু তাতে শিক্ষার মান বেড়েছে বলে মনে করেন না এই দুই শিক্ষাবিদ৷
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং ড. নজরুল ইসলাম মনে করেন, পাশের হার যেমন বাড়াতে হবে, তেমনি বাড়াতে হবে শিক্ষার মান৷ আর পাশ করা শিক্ষার্থীরা যদি মানসম্পন্ন উচ্চশিক্ষার সুযোগ না পায়, তাহলে তারা দেশের বোঝায় পরিণত হবে৷ বাড়বে শিক্ষিত বেকারের সংখ্যা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন