1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম

৭ আগস্ট ২০১৩

জার্মানিতে পড়তে আসতে আগ্রহী শিক্ষার্থীদের মনে থাকে অনেক প্রশ্ন৷ বিসাগ ডট ডিই ওয়েবসাইটে এসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে৷ জার্মানিতে বসবাসরত বর্তমান এবং প্রাক্তন বাংলাদেশি শিক্ষার্থীরা পরিচালনা করেন ওয়েবসাইটটি৷

https://p.dw.com/p/19LSK
Studenten in Info-Veranstaltung in Dhaka, Bangladesch Datum: 22.12.2011 Rechte: Munir Zaman, Dhaka, Bangladesch
ছবি: Munir Zaman

‘‘জার্মান এমব্যাসি ঢাকার'' আনুষ্ঠানিক ফেসবুক পাতায় গত ২৭ জুলাই একটি ঘোষণা প্রকাশ করা হয়৷ এতে উল্লেখ করা হয়, ‘‘ভিসার জন্য আবেদন করার আগে শিক্ষার্থীদের জার্মানিতে বাসস্থান নিশ্চিত করতে হবে এবং সেই নিশ্চয়তা (দূতাবাসে) জমা দিতে হবে৷'' পহেলা আগস্ট থেকে এই নিয়ম প্রযোজ্য বলেও ফেসবুকে জানিয়েছে জার্মান দূতাবাস৷

স্বাভাবিকভাবেই জার্মানিতে পড়তে আসতে আগ্রহী শিক্ষার্থীদের মনে এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে৷ এই নিয়ে ডয়চে ভেলেকে ইমেলে ‘‘এমব্যাসির নতুন নিয়ম, বাসস্থান সমস্যা এবং আমাদের করণীয়'' শিরোনামে একটি লেখা পাঠিয়েছেন বিসাগ এর সহ-প্রতিষ্ঠাতা মো. রাশেদুল হাসান৷ তিনি লিখেছেন, ‘‘এখন জার্মান এমব্যাসির রেগুলেশন অনুযায়ী, অ্যাকমোডেশন এর কনফার্মেশন দিতে হবে৷ এই কথা থেকে একটা জিনিস পরিষ্কার, আগের মত শুধু অ্যাড্রেস দিলেই এখন আর হবে না৷ এর সাথে এমন কিছু চাই যা নিশ্চিত করবে যে ওই বাসায় তুমি উঠতে পারবে৷ এটা হতে পারে একটি কন্ট্রাক্ট পেপার অথবা এগ্রিমেন্ট এর ইমেল কপি অথবা বুকিং কনফার্মেশন ইত্যাদি৷''

নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে কিছু উপায় জানিয়েছেন রাশেদুল হাসান৷ ডয়চে ভেলেকে তিনি লিখেছেন, ‘‘(শিক্ষার্থীদের) স্টুডেন্ট ডর্ম এর জন্য অ্যাপ্লাই করতে হবে৷ বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া না গেলেও কিছু বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার দিয়ে থাকে৷''

রাশেদুল মনে করেন, সরাসরি বাড়িওয়ালার সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে৷ এবং সেটা কঠিন হলেও বাংলাদেশে বসেই সম্ভব৷ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশ থেকে বসে প্রাইভেট বাসা পাওয়া খুবই কঠিন কাজ৷ আপনি যা করবেন তা হল ইমেল করে ৬/৭ জন ল্যান্ডলর্ড এর সাথে কথা বলে রাখা এবং এমনভাবে যে জার্মানিতে এসেই আপনি তাদের বাসা দেখতে যেতে পারেন৷ এরপর, যার সাথে সব মিলবে, তার বাসাটাই নিবেন৷''

রাশেদুল হাসান ডয়চে ভেলেকে পাঠানো ইমেলে আরো একটি সমাধান দিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘শেষ ভরসা হল ইয়ুথ হোস্টেল! আপনি ১০ থেকে ২০ দিনের জন্য এখানে রুম বুকিং করতে পারেন৷ ভাড়া গড়ে প্রতিদিন ২৫ ইউরো-র মত করে পড়ে৷ আপনি বুকিং দিলে তারা আপনাকে একটি কনফার্মেশন ইমেল দিবে৷ এই ইমেল এর প্রিন্ট নিয়ে আপনি এমব্যাসিতে যেতে পারেন৷''

উল্লেখ্য, ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুকেও একটি গ্রুপ রয়েছে বিসাগ-এর৷ বর্তমানে এই গ্রুপে সদস্য সংখ্যা প্রায় বারো হাজার৷ জার্মানিতে পড়তে আসতে আগ্রহী শিক্ষার্থীরা এই ফেসবুক গ্রুপ থেকেও পেতে পারেন অনেক তথ্য৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য