ছোট্ট বার্তা থেকে জনসমুদ্র
৯ ফেব্রুয়ারি ২০১৩ব্লগাররা ভেবেছিলেন কাদের মোল্লার ফাঁসি হবে৷ আর সেটাই তাঁরা উদযাপন করবেন ফেসবুক এবং ব্লগে৷ কিন্তু কাদের মোল্লার যাবজ্জীবন হওয়ায় তাঁরা হতাশ হন৷ আর তখনই ব্লগার ইমরান আহমেদ এবং মাহমুদুল হক মুন্সীসহ কয়েকজন পরামর্শ করে একটি ‘স্ট্যাটাস’ দেন৷
মাহমুদুল হক মুন্সী ডয়কে ভেলেকে জানালেন, তারপর কিছুক্ষণের মধ্যেই কয়েক হাজার ব্লগারের প্রতিক্রিয়া পান৷ তাঁরা বের হয়ে যান, শাহবাগ থেকে ব্যানার তৈরি করেন৷ বিকেলই শাহবাগে প্রতিবাদী ব্যানার নিয়ে দাঁড়িয়ে যান তাঁরা৷ যে যাঁর মতো ছুটে আসেন৷ মঙ্গলবারের সেই ছোট্ট স্ট্যাটাসের স্ফুলিঙ্গ আজ বাংলাদেশে তৈরি করছে নতুন এক ইতিহাস৷ এরপর বাকি কাজটা সাধারণ মানুষই করেছে৷ নিজেদের বিশ্বাসের জায়গা খুঁজে পেয়ে এক হয়েছেন৷
তবে এই ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেওয়ার্কের শক্তি একদিনে গড়ে ওঠেনি৷ তাঁরা অনেক দিন ধরেই কাজ করছেন প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক সমস্যাসহ নানা বিষয় নিয়ে৷ তাঁরা সংগঠিত করেন অনলাইনেই৷
এই নতুন ইতিহাস সৃষ্টির আরেক নায়ক ইমতিয়াজ হোসেন ইমন জানান, তাঁরা থেমে নেই৷ শাহবাগের এই আন্দোলনও তাঁরা অনলাইনে ছড়িয়ে দিচ্ছেন৷ তাঁরা থামবেন না৷
বাংলাদেশের গণজাগরণের মূল নায়ক ইমরান, মাহমুদুল হক, ইমন এবং আবু সুফিয়ানসহ ব্লগাররা৷ শুক্রবারের মহাসমাবেশে অধ্যাপক ড.জাফর ইকবাল বলেছেন যে, তাঁর ধারণা ছিল এরা ঘরে বলে শুধু ফেসবুকে ‘লাইক’ দেন৷ কিন্তু তাঁরা তাঁর ভুল ভেঙে দিয়েছেন৷ তিনি এই ব্লগার যোদ্ধাদের স্যালুট জানান৷