1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাল্লায় হামলা: ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেপ্তার

২০ মার্চ ২০২১

বাংলাদেশের সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের গ্রামে হামলায় ‘মূল আসামি' শহীদুল ইসলাম স্বাধীন ওরফে স্বাধীন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ৷  তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য৷

https://p.dw.com/p/3qu7t
বাংলাদেশের সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের গ্রামে হামলায় ‘মূল আসামি' শহীদুল ইসলাম স্বাধীন ওরফে স্বাধীন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ৷  তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য৷
হামলা চালিয়ে ৬০-৭০টি বাড়িঘর ভাঙচুর করা হয়৷ছবি: Harun ur Rashid Swapan/DW

শনিবার ভোর রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিলেটে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মো. খালেদ উজ জামানকে উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করেছে৷ তিনি বলেন, ‘‘শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলায় মূল আসামি শহীদুল ইসলাম স্বাধীন৷ গ্রেপ্তার করার পর তাকে কুলাউড়া থেকে পিবিআইয়ের সিলেট কার্যালয়ে নিয়ে আসা হয়েছে৷’’

গত ১৭ মার্চ হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে পোস্ট দেয়ার জেরেসুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু পল্লীতে হামলা চালানো হয়৷ ৬০-৭০টি বাড়িঘর ভাঙচুর করে দুর্বৃত্তরা৷ পুলিশ সে সময় বলেছিল, ‘হেফাজতে ইসলামীর অনুসারীরা’ ওই হামলা চালায়৷ তবে হামলায় নেতৃত্বদাতা হিসাবে স্বাধীন মেম্বারের বিরুদ্ধে অভিযোগ ওঠে৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্য অনুযায়ী, ঘটনার পরদিন শাল্লা থানায় দুটি মামলা দায়ের করা হয়৷ এর মধ্যে পুলিশের করা মামলায় ‘অজ্ঞাতপরিচয়’ দেড় হাজার জনকে আসামি করা হয়েছে৷ অন্যদিকে হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুলের করা মামলায় ৮০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়৷ স্বাধীনসহ মোট ২৩ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ৷

এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান