শান্তির পথে বাধা রাশিয়া: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
২০ অক্টোবর ২০২১গত দুইমাসে দ্বিতীয়বার ইউক্রেন সফর করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। কৃষ্ণসাগর অঞ্চলে একাধিক দেশে সফর করছেন তিনি। তারই মধ্যে ঝটিতি ইউক্রেন সফরে যান তিনি। সেখানে দেখা করেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে।
অস্টিনের বক্তব্য, কৃষ্ণসাগর অঞ্চলে, বিশেষত পূর্ব ইউক্রেনে রাশিয়া বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে। এবং এর ফলে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। এর দায় রাশিয়াকেই নিতে হবে বলে তিনি জানিয়েছেন। অস্টিনের কথায়, ''একটি বিষয় পরিষ্কার। রাশিয়া এখানে যুদ্ধ শুরু করেছে। তারাই এলাকার শান্তি বিঘ্নিত করেছে। এবার তাদেরই শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে।''
এদিনের বক্তব্যে স্পষ্টভাবে ক্রিমিয়ার কথাও বলেছেন অস্টিন। তার বক্তব্য, রাশিয়া অবৈধভাবে ক্রিমিয়া দখল করেছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইউক্রেনকেও ন্যাটোতে ঢুকতে দিচ্ছে না তারা। একের পর এক ভেটো দিয়ে যাচ্ছে। অ্যামেরিকা স্পষ্ট করে দিয়েছে যে, তারা ইউক্রেনকে ন্যাটোয় চায়।
ইউক্রেন-সহ রোমানিয়া, জর্জিয়া অঞ্চলে অ্যামেরিকা নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে চাইছে। ওই অঞ্চলের উপর থেকে রাশিয়ার প্রভাব কমাতে চাইছে। বস্তুত, সেই কারণেই ঘন ঘন ইউক্রেন সফর করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
পূর্ব ইউক্রেনে গত কিছুদিনে উত্তেজনা বেড়েছে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া সীমান্তে সেনা বাড়িয়েছে। রাশিয়াও পাল্টা অভিযোগ করেছে। তারই মধ্যে অ্যামেরিকার বক্তব্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞমহল।
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)