শরণার্থীর পায়ে চুমু খেলেন পোপ
ইস্টারের ঐতিহ্য আর ভালোবাসা সঙ্গে নিয়ে এক শরণার্থী শিবিরে হাজির হয়েছিলেন পোপ ফ্রান্সিস৷ সেখানে গিয়ে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বলতে গেলে সব ধর্মাবলম্বী শরণার্থীদেরই পা ধুয়ে পায়ে চুমুও খেয়েছেন তিনি৷
ধর্ম এবং মানবপ্রেম
সব ধর্মেই আছে মানুষকে ভালোবাসার কথা৷ কিন্তু ধর্মানুষ্ঠানে ভিন্নধর্মাবলম্বীদের সম্মান জানানোর নজির খুব বিরল৷ বৃহস্পতিবার বিরল দৃষ্টান্তই স্থাপন করলেন পোপ ফ্রান্সিস৷ গুডফ্রাইডের ঠিক আগের দিন কিছুটা সময় তিনি কাটাতে চেয়েছিলেন শরণার্থীদের মাঝে৷ ইটালির রোম থেকে ৩০ কিলোমিটার দূরের এক শিবিরে সেই ইচ্ছা পূরণ হয়েছে তাঁর৷
‘শুধু নিজের ধর্মের মানুষকে নয়, সবাইকে সম্মান করুন’
কাস্টেলনুয়োভো ডি পোর্টো শরণার্থী শিবিরে গিয়ে রোমান ক্যাথলিক চার্চের ধর্মগুরু সব ধর্মের, সব বর্ণের মানুষের মধ্যে ঐক্যের কথা মনে করিয়ে দেন৷ তিনি বলেন, মুসলমান, হিন্দু, ক্যাথলিক, কপ্ট, এভাঞ্জেলিকাল – সবাই ভাই ভাই৷ আমরা সবাই একই সৃষ্টিকর্তার শিশু৷ এই পৃথিববীতে আমরা সবাই মিলেমিশে, শান্তিতে থাকতে চাই৷’’ শরণার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে অন্য ধর্মের মানুষদের সম্মান করার আহ্বানও জানিয়েছেন পোপ৷
শরণার্থীদের পা ধুয়ে চুমু
ধার্মিকদের কাছে ধর্মগুরুরা সব সময়ই সম্মানিত৷ তবে ইস্টারে ধর্মগুরুদেরও অন্যদের প্রতি আনুষ্ঠানিকভাবে সম্মান প্রদর্শন করতে হয়৷ এই উৎসবে সাধারণ মানুষের পা ধুয়ে দেন ধর্মগুরুরা৷ বৃহস্পতিবার পা ধুয়ে পায়ে চুমু খেয়ে ১১ জন শরণার্থী এবং তাঁদের মাধ্যমে ইউরোপে আশ্রিত সব শরণার্থীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানান পোপ ফ্রান্সিস৷
‘আজ আমি ওবামার চেয়েও গুরুত্বপূর্ণ’
মালি থেকে আসা এক মুসলিম তরুণেরও পা ধুয়ে দিয়েছেন পোপ৷ চুমুও খেয়েছেন পায়ে৷ কয়েকদিন ধরেই এই দিনটির অপেক্ষায় ছিলেন ওই তরুণ৷ পোপ পা ধুয়ে দেয়ায় তাঁর মনে হয়েছে, ‘‘আমি যেন (বারাক) ওবামার চেয়েও গুরুত্বপূর্ণ৷ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভালো মানুষ পোপ আমার পা ধুয়ে দিচ্ছেন – ভাবা যায়! ’’ ওপরের ছবিতে পোপের সঙ্গে এক শরণার্থীর সেলফি তোলার দৃশ্য৷
ভালোবাসার বিপরীতে ঘৃণা আর হত্যা
এ সপ্তাহেই ব্রাসেলসে বোমা হামলায় মারা গেছেন ৩১ জন, আহত হয়েছেন অনেকে৷ শরণার্থীদের প্রতি সহমর্মীতা জানাতে গিয়ে ব্রাসেলসের হতাহতদেরও ভোলেননি পোপ ফ্রান্সিস৷ তাঁদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাতে গিয়ে পোপ বলেন, ‘‘মাত্র তিন দিন আগে ইউরোপের এক শহরে যুদ্ধ আর ধ্বংসের নমুনাও দেখলাম৷ যারা তা করেছে তারা শান্তিতে থাকতে চায় না৷’’