1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শব্দ দূষণের নোটিশ ম্যাডোনার নামে

২০ জুলাই ২০১০

পপ তারকা ম্যাডোনা ঝামেলায় পড়েছেন পার্টি করে হৈ চৈ করার জন্য৷তাঁকে পাঁচ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে৷

https://p.dw.com/p/OQF4
পার্টি, নাচ, গান – এই না হলে ম্যাডোনা ?ছবি: AP

লন্ডনে ম্যাডোনার মেরিলিবোনের বাড়ি থেকে দুপুরবেলা বেশ জোরে গান শোনা যাচ্ছিল৷ বোঝা যাচ্ছিল বাড়ির ভেতর পার্টি হচ্ছে৷ প্রতিবেশীরা বিরক্ত হয়ে পুলিশ ডাকে৷ তবে ম্যাডোনা সেই সময় লন্ডনেই ছিলেন না৷

পার্টি দিয়েছিল বাড়ির কর্মচারীরা৷ নাচ-গান এক সময় এমন পর্যায়ে যায় যে ওয়েস্ট মিনিস্টার কাউন্সিলের কাছে নালিশ করতে বাধ্য হন প্রতিবেশীরা৷ জোরে গান না শোনা, হৈচৈ বন্ধ করা এবং শব্দ কমানোর জন্য একটি নোটিশ লেটার বক্সে ঢুকিয়ে দেয়ার পর গান সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায়৷ নোটিশটি অবশ্য লেখা হয় ম্যাডোনাকে উদ্দেশ্য করেই৷

৫১ বছর বয়সি ম্যাডোনা বিশেষ কোন ঝামেলায় অবশ্য পড়বেন না৷ তাঁকে শুধু পাঁচ হাজার পাউন্ড জরিমানা করা হবে৷ ওয়েস্ট মিনিস্টার কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানা দিলেই পুরো বিষয়টির সমাপ্তি ঘটে যাবে, আদালত পর্যন্ত তা গড়াবে না৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক