সিরিয়া যাচ্ছেন কফি আনান
৫ মার্চ ২০১২কূটনৈতিক তৎপরতা
সিরিয়া সমস্যা সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে বিশেষ দূত নিয়োগ দেয়া হয়েছে গত মাসে৷ তিনি আগামী ১০ তারিখ, অর্থাৎ শনিবার, দামেস্ক যাচ্ছেন বলে জানা গেছে৷ আরব লিগের মহাসচিব নাবিল আল আরাবি কায়রোতে সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন৷ দায়িত্ব পাওয়ার পর এটাই হবে কফি আনানের প্রথম সিরিয়া সফর৷ এদিকে আনানের ডেপুটি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নাসের আল কিদওয়াকে৷ তিনি সাবেক ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসের আরাফাতের ভাগ্নে৷ এছাড়া তিনি একসময় জাতিসংঘে ফিলিস্তিনের দূতও ছিলেন৷ শনিবার কফি আনানের সঙ্গে কিদওয়া'ও যাচ্ছেন সিরিয়ায়৷
চীন ও রাশিয়ার তৎপরতা
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শনিবার কায়রো সফরে যাবেন৷ সেখানে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়া নিয়ে বৈঠক করবেন৷ লাভরভ সেখানে উপস্থিত থাকবেন৷ এই সফর সম্পর্কে লাভরভ বলছেন, সিরিয়ার সমস্যা সমাধানে বহুপক্ষীয় উদ্যোগ দরকার৷ কায়রোতে যে সম্মেলনটা হতে যাচ্ছে সেটা এ ধরনেরই একটা উদ্যোগ৷ একদিন আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল সিরিয়ায় রক্তপাত ও গণহত্যা বন্ধে প্রেসিডেন্ট আসাদকে ‘উপদেশ' দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন৷ এদিকে চীন বলেছে, সিরিয়ায় তাদের সাবেক রাষ্ট্রদূত লি হুয়াক্সিন আগামী বুধবার সিরিয়া সফরে যাবেন৷ পরিস্থিতি নিয়ে হুয়াক্সিন সিরীয় সরকারের সঙ্গে আলোচনা করবেন জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র লি ওয়াইমিন৷ তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতি যদিও জটিল, তবুও চীন মনে করে সমস্যার সমাধানে রাজনৈতিক উদ্যোগ দরকার৷
রেডক্রস
সোমবারও রেডক্রসকে বাবা আমরে ঢুকতে দেয়া হয় নি৷ রেডক্রসের মহাসচিব ইভ দাকর বলছেন, সিরিয়ার সেনাবাহিনী ও সরকার এখনো তাদের প্রতিনিধি দলকে বাবা আমরে ঢোকার অনুমতি দেয়নি৷ তবে আলোচনা এখনো চলছে বলে জানান দাকর৷ তিনি বলেন বাবা আমরে এখন খুব শীত৷ এ অবস্থায় সেখানে আটকে পড়ারা খাবার, পানি ও চিকিৎসা পাচ্ছে না৷
আইএইএ
সিরিয়ার পরমাণু কর্মসূচি সম্পর্কে জানতে চেয়ে সেখানে একটি দল পাঠানোর অনুমতি পেতে গত নভেম্বরে সিরিয়াকে একটি চিঠি দেয় আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন আইএইএ৷ এর জবাবে গতমাসের শেষের দিকে সিরিয়া আইএইএকে একটি চিঠি দেয়৷ তাতে সিরিয়ার পরিস্থিতিকে ‘নাজুক' বলে উল্লেখ করা হয়৷ এবং এজন্য এই মুহূর্তে সেখানে আইএইএ প্রতিনিধি দলকে যেতে দেয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে৷ আইএইএ'র এক বৈঠকে সিরিয়ার এই মনোভাবের কথা জানান সংস্থার প্রধান আমানো৷
হতাহত
জাতিসংঘের হিসেবে এ পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার মানুষ নিহত হয়েছে৷ গত বছর মার্চের মাঝামাঝি সিরিয়ায় আন্দোলন শুরু হয়েছিল৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ