শনাক্তে চীনকে ছাড়াল বাংলাদেশ
১৩ জুন ২০২০করোনার প্রথম সংক্রমণ শুরু হয়েছিল চীন থেকে৷ দেশটিতে এখন শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ হাজার ২২৮ জন৷ সেই বিবেচনায় আক্রান্তের সংখ্যায় চীনের উপরে রয়েছে বাংলাদেশ৷
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৪৪ জন মৃত্যুবরণ করেছেন৷ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৯ জনে৷
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন৷ এখন পর্যন্ত কোভিডমুক্ত হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন৷
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সবশেষ তথ্যগুলো তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা৷ তিনি জানান, নতুন করে ১৬ হাজার ৬৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ মোট পরীক্ষা করা হয়েছে চার লাখ ৮৯ হাজার ৯৬০ টি৷
ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘‘মন্ত্রী, সংসদ সদস্য, অন্যান্য জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসন অন্যান্য সকল পেশার মানুষ এবং সাধারণ জনগণ (আক্রান্তের) এই সংখ্যা এবং পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়েছেন, মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে৷ স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা এবং অন্যান্য সেবাদানকারীগণ তাদের সর্বোচ্চ সেবা দিয়ে কাজ করলেও এই সংখ্যা এবং পরিসংখ্যানকে নিম্নমুখী করা যাবে না, যদি না আপনারা অর্থাৎ আমরা জনগণ সচেতন না হই, স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানি৷’’
এফএস/জেডএ