1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ল্যোভের স্বস্তি

১০ জুন ২০১২

খেলার ধারার বিপরীতে ম্যাচ জিতে গেলো জার্মানি আর ডেনমার্ক৷ আর সুযোগ কাজে লাগাতে না পারায় হারলো পর্তুগাল আর নেদারল্যান্ডস৷ এদিকে রুশ সমর্থকদের আচরণ টুর্নামেন্টের পরিবেশকেই নষ্ট করে দিলো৷

https://p.dw.com/p/15Bao
Germany supporters wave flags as they watch Germany play against Portugal during their Group B Euro 2012 soccer match, at the Fan Mile in Berlin, June 9, 2012. REUTERS/Thomas Peter (GERMANY - Tags: SPORT SOCCER)
ছবি: Reuters

ল্যোভের স্বস্তি

ভালো খেলুক আর খারাপ খেলুক দল জিতেছে, এটাই এখন ল্যোভের কাছে সবচেয়ে স্বস্তির ব্যাপার৷ বিশেষ করে পর্তুগালের মতো দলের বিরুদ্ধে জেতাটা ছোট ব্যাপার নয়৷ আর পরের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে জার্মানি৷ তাই হাতে পুরো তিন পয়েন্ট নিয়ে ডাচদের বিরুদ্ধে খেলতে পারাটাই সবচেয়ে বড় সুবিধা বলে মনে করছেন জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ৷

তিনি বলেন, দিন শেষে কে জিতলো সেটাই সবচেয়ে বড় কথা৷ তবে আমরা বুঝতে পারছি আমাদের কোন দিকে ভালো করা উচিত৷ আসলে শনিবার বি গ্রুপের দুটি ম্যাচের ফলাফলই হয়েছে খেলার একেবারে বিপরীতে৷ পুরো ম্যাচ ভালো খেলেও ডেনমার্কের কাছে ১-০ তে হেরেছে নেদারল্যান্ডস৷ অন্যদিকে জার্মানদের অন্তত চারটি গোল দেওয়া উচিত ছিল পর্তুগালের৷ কিন্তু সেগুলো কাজে না লাগাতে পারায় মারিও গোমেজের একমাত্র গোলের সুবাদে পুরো তিন পয়েন্ট এখন জার্মানির পকেটে৷

খেলা শেষে ইওয়াখিম ল্যোভ অবশ্য তাঁর দলের রক্ষণভাগের প্রশংসা করেছেন৷ দুই দলই রক্ষণভাগে দারুণ খেলেছে৷ তবে আমরা বেশি ভালো ছিলাম, দাবি তাঁর৷ ল্যোভ বলেন, আমরা আরও বেশি আক্রমণ করতে পারতাম এবং এটা নিয়ে আমাদের ভাবতে হবে এখন৷ তবে তিন পয়েন্টই আসল জিনিষ৷ তবে ডাচদের বিরুদ্ধে খেলা যে এত সহজ হবে না সেটা তিনি জানেন৷ তাই এখন থেকেই কৌশল ঠিক করছেন জার্মান কোচ৷ কারণ প্রথম ম্যাচে হেরে এখন জার্মানির বিরুদ্ধে জিততে মরীয়া হয়ে উঠবে রবেন-পার্সিরা৷

Dissapointed Netherlands' team supporters react after their Group B Euro 2012 soccer match against Denmark at the Metalist stadium in Kharkiv, June 9, 2012. REUTERS/Yves Herman (UKRAINE - Tags: SPORT SOCCER)
হতাশ কমলা রং ধারী ডাচ ভক্তরাছবি: Reuters

মাঠে রুশ সমর্থকদের তাণ্ডব

খেলার মাঠে রাশিয়ার বিজয় হলেও তাদের সমর্থকদের আচরণের কারণে সেই বিজয়ে কালিমা লেগে গেলো৷ শুক্রবার চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচের সময় মাঠের চারজন স্টুয়ার্ডকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তারা৷ এক ভিডিওতে দেখা গেছে, পোল্যান্ডের রোক্লাভের স্টেডিয়ামে মাঠের কর্মকর্তাদের ওপর চড়াও হয় বেশ কিছু রুশ সমর্থক৷ সেখানকার পুলিশ কর্মকর্তা পাওয়েল পেট্রিকোভস্কি বলেছেন, তারা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন৷

এদিকে কেবল হামলা চালিয়েও ক্ষান্ত হয়নি রুশ সমর্থকরা৷ মাঠে তাদের একের পর এক উস্কানিমূলক আচরণও এখন খতিয়ে দেখছে উয়েফা৷ ইতিমধ্যে অভিযোগ গিয়েছে, রুশ সমর্থকরা গ্যালারিতে বর্ণবাদীমূলক কথাবার্তা বলেছে৷ বিশেষ করে তাদের লক্ষ্য ছিলো চেক প্রজাতন্ত্র দলের কৃষ্ণাঙ্গ খেলোয়াড় গেব্রে সেলাসি৷

এছাড়া পুরোনো আমলের রুশ সাম্রাজ্যের পতাকাও দেখা গেছে গ্যালারিতে৷ এই পতাকা পূর্ব ইউরোপের দেশগুলোর কাছে অত্যন্ত অপছন্দনীয়৷ এটি তাদের স্বাধীনতার প্রতিও ব্যাঙ্গাত্মক বলে তারা মনে করে৷ উল্লেখ্য চেক প্রজাতন্ত্র একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত ছিলো৷ সব মিলিয়ে রুশ সমর্থকদের আচরণে এবারের ইউরো কাপের পরিবেশ একেবারে বিষাক্ত হয়ে গেছে৷ উয়েফা জানিয়েছে, তারা ইতিমধ্যে এইসব ঘটনার তদন্ত শুরু করেছে এবং সমর্থকদের এই আচরণের জন্য রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (ডিপিএ, এএফপি)
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য