1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ফুটবল

২৬ সেপ্টেম্বর ২০১২

ইউরো ২০১২’র সেমিফাইনালে জার্মানির বিদায়ের পরেও ইওয়াখিম ল্যোভ’কে আদর্শ কোচ বলে মনে করে জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি৷

https://p.dw.com/p/16Eh8
ছবি: picture-alliance/dpa

মঙ্গলবার কথাটা বলেন ডিএফবি'র নতুন প্রেসিডেন্ট ভোল্ফগাং নিয়ের্সবাখ৷ গত বারো বছর ধরে জার্মান জাতীয় একাদশ কোনো খেতাব জেতেনি৷ ল্যোভ স্বয়ং আসেন ২০০৬ সালের বিশ্বকাপের পরে৷ তিনি দায়িত্ব নেবার পর জার্মানি ২০০৮ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ফাইনাল অবধি পৌঁছেছে৷ ২০১০'এর বিশ্বকাপ এবং ২০১২'র ইউরো'তে জার্মানি সেমিফাইনাল অবধি পৌঁছয়৷

গত জুনে ইউরো ২০১২'র সেমিফাইনালে জার্মানি ইটালির কাছে ২-১ গোলে হারার পর থেকেই ল্যোভের বিরুদ্ধে একটা চাপা গুঞ্জন শুরু হয়েছে৷ মূল সমালোচনা হল, তিনি কোনো বড় খেতাব ঘরে আনতে পারছেন না৷ অথচ তাঁর সঙ্গে ডিএফবি'র চুক্তির মেয়াদ ২০১৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ অবধি৷ সেই বিশ্বকাপের কোয়ালিফাইং'এ এবার জার্মানি প্রথম দু'টো ম্যাচে বিশেষ চমক দেখাতে পারেনি৷

Wolfgang Niersbach
ডিএফবি প্রেসিডেন্ট ভোল্ফগাং নিয়ের্সবাখছবি: picture-alliance/dpa

ইওয়াখিম ল্যোভের সমালোচকদের মধ্যে প্রথমেই নাম করতে হয় বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট উলি হোয়নেস'এর৷ হোয়নেসের মতে ল্যোভের জাতীয় একাদশের প্লেয়ারদের সঙ্গে আরো কড়া হওয়া উচিত৷ জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি'র প্রেসিডেন্ট ভোল্ফগাং নিয়ের্সবাখ কিন্তু সে'সব কথা শুনতে চান না৷ মঙ্গলবার তিনি একটি সংবাদপত্র সাক্ষাৎকারে বলেন যে, তিনি ইওয়াখিম ল্যোভকে ‘‘যোগ্য, সৎ এবং আন্তরিক'' বলে মনে করেন৷

নিয়ের্সবাখ তাঁর মনোভাবের সপক্ষে একাধিক যুক্তি দিয়েছেন৷ প্রথম যুক্তি: জার্মানি ফুটবলে বিশ্ব ব়্যাংকিং'এ দ্বিতীয়৷ দ্বিতীয় যুক্তি: প্রত্যেকটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের পর ১৬টি দলের মধ্যে ১৫টির কোচের চাকরি যায় আর একজন টিকে থাকে, এটাই বা কেমন পরিস্থিতি? নিয়ের্সবাখের বক্তব্য: ডিএফবি অবিচ্ছিন্ন পরম্পরায় বিশ্বাস করে, যে কারণে ল্যোভের চেয়ে ইউরোপে আর যে একজন জাতীয় কোচ আরো বেশিদিন ধরে ঐ দায়িত্বে আছেন, তিনি হলেন ডেনমার্কের কোচ মর্টেন অল্সেন৷

অবশ্য ল্যোভ স্বয়ং এ'মাসের মাঝামাঝি একটি সাক্ষাৎকারে জার্মানির সর্বাধিক প্রচারিত ট্যাবলয়েড ‘‘বিল্ড'' পত্রিকাকে বলেছেন যে, তাঁর দল এখনও ‘মিসফায়ার' করছে এবং গোলের সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারছে না৷ ‘‘আমাদের খেলায় সহজ ভাবটা, ঠাণ্ডা থাকার অভাব৷ খেলায় স্থিতি আনার দরকার,'' বলেছেন ল্যোভ৷

এসি / জেডএইচ (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য