1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোকসভার প্রথম পর্বে বাকি রাজ্য শান্ত, কোচবিহার অশান্ত

১৯ এপ্রিল ২০২৪

ভারতে লোকসভা নির্বাচনের ভোটপর্ব শুরু হলো। প্রথম পর্বে বাকি রাজ্যে শান্তিতে ভোট শুরু হলেও অশান্ত কোচবিহার।

https://p.dw.com/p/4ewov
জয়পুরের ছবি। ভোটের সঙ্গে যুক্ত কর্মীরা ইভিএম নিয়ে আসছেন।
ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট শুরু হলো। ছবি: Vishal Bhatnagar/NurPhoto/picture alliance

২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০২টি আসনে শুক্রবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হলো। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এর মধ্যে দিয়েই শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে সাত পর্বের ভোটগ্রহণপর্ব। ফলাফল প্রকাশিত হবে ৪ জুন।

গরম ক্রমশ বাড়ছে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার-সহ অনেক রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠে গিয়েছে। তাই ভোটদাতারা সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আসামের ডিব্রুগড়, পশ্চিমবঙ্গের কোচবিহার, বিহারের জামুইয়ের মতো কেন্দ্রে সকাল থেকেই বুথের সামনে লম্বা লাইন পড়ে গেছে। মানুষ সকাল সকাল ভোট দেয়া পছন্দ করছেন।

জম্মু ও কাশ্মীরের উধমপুরে শুক্রবার ভোট হচ্ছে। ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম লোকসভা নির্বাচন হচ্ছে। রাজ্যের সব রাজনৈতিক দল মনে করছে, এবার কাশ্মীর উপত্যকায় প্রচুর সংখ্যায় মানুষ ভোট দেবেন। কাশ্মীরের মানুষও জানিয়েছেন, তারা ভোট দেয়ার জন্য মুখিয়ে আছেন।

প্রথম পর্বেই একাধিক মন্ত্রী ও নেতার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। তার মধ্যে আছে, নীতিন গড়করি, ভূপেন্দ্র যাদব, কিরণ রিজিজু, সঞ্জয় বালিয়ান, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, সর্বানন্দ সোনোয়াল, গৌরব গগই, কানিমোরি ও দয়ানিধি মারান।

অশান্ত কোচবিহার

পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কোচবিহার গতরাত থেকেই অশান্ত হয়ে ওঠে। বিজেপি-র অভিযোগ, তৃণমূলের বাইক বাহিনী সারারাত দাপিয়ে বেড়িয়েছে। মানুষকে ভয় দেখিয়েছে। বিজেপি কর্মীদের আক্রমণ করেছে।  তৃণমূল অভিযোগ করে তাদের কর্মীদের মারা হয়েছে। বিজেপি জানিয়েছে, ওটা তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনা।

কোচবিহার হলো কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের কেন্দ্র। ইতিমধ্যেই নিশীথের বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তার বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ, বাড়িতে অস্ত্র রাখা ও দুষ্কৃতীদের আশ্রয় দেয়ার অভিযোগ করা হয়েছে।

ভোট শুরুর পরে কোচবিহারে উত্তেজনা দোখা যায়। ভোটারদের ভয় দেখানো, মারধর, আগুন লাগানোর ঘটনা ঘটে বলে অভিযোগ।

চান্দামারিতে বিজেপি-র বুথ সভাপতির মাথা ফেটে যায়। অভিযোগ তৃণমূল সেখানে হামলা করে। শীতলকুচিতে ২২১ নম্বর বুথের বিজেপিএজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে। বিজেপি জানিয়েছে, তৃণমূল এই কাজ করেছে।  কোচবিহারে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। তা সত্ত্বেও সহিংসতা থামানো যাচ্ছে না। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

তৃণমূলের অভিযোগ, তাদের এক ব্লক সভাপতিকে মারা হয়েছে এবং তিনি হাসপাতালে। ভোট দিতে যাওয়ার পথে তিনি আক্রান্ত হন বলে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই শীতলকুচির ঘটনা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এই শীতলকুচিতেই গত বার লোকসভা নির্বাচনে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন মারা গিয়েছিলেন।

তোর্সার চরে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। ডাবগ্রাম-খুববাড়িতে বিজেপি-র দলীয় অফিসে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ এসেছে।

আলিপুরদুয়ারে বক্সীরহাটে তৃণমূল ও বিজেপি-র অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দেয়া হয়।

পশ্চিমবঙ্গে যে তিনটি আসনে ভোট চলছে, তার মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা রয়েছে কোচবিহারে। কোচবিহার দক্ষিণে বিজেপি বিধায়ক বলেছেন, সারারাত ধরে তৃণমূলের বাইক বাহিনী অত্যাচার করেছে। বোমাবাজি হয়েছে, মারধর করা হয়েছে, বুথ সভাপতির মাথা ভাহা হয়েছে। বারবার করে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি বলেছেন, কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে আছেন। আর গোলমাল হচ্ছে বুথের বাইরে। আর সেখানে পুলিশ ও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

অন্য রাজ্যের অবস্থা

ভারতের অন্য রাজ্যে ভোট এখনো পর্যন্ত শান্তিতেই হচ্ছে। প্রথম পর্বে তামিলনাড়ুতে ৩৯ আসনেই ভোট হচ্ছে। রাজস্থানে ১২টি কেন্দ্রে ভোট হচ্ছে।  এছাড়া উত্তরপ্রদেশে আটটি, মধ্যপ্রদেশে ছয়টি, উত্তরাখণ্ডে পাঁচটি আসনে ভোট হচ্ছে।

তামিলনাড়ু বা অন্য জায়গা থেকে প্রথমদিকে অন্তত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এনডিএ বনাম ইন্ডিয়া ব্লক

এবার লড়াইটা হচ্ছে এনডিএ বনাম ইন্ডিয়া ব্লকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন়ডিএ ব্লকের লক্ষ্য চারশর বেশি আসনে জেতা। আর বিরোধী ইন্ডিয়া জোট চাইছে বিজেপি-র জয়রথ থামিয়ে দিতে। এদিন যে সব রাজ্যে ভোট হচ্ছে, তার মধ্যে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট বিরোেধীদের থেকে শক্তিশালী।

কিন্তু উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যে এনডিএ-র শক্তি বেশি।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)