লিমন ও তাঁর পরিবারের সদস্যরা নতুন করে হুমকির মুখে
২১ আগস্ট ২০১২গত বছরের ২৩শে মার্চ ব়্যাবের কথিত ‘ক্রস ফায়ার'-এ রাজাপুরের সাতুরিয়া গ্রামের কলেজ ছাত্র লিমন হোসেন একটি পা হারান৷ পঙ্গু লিমন এরপর একটু নিরাপদে থাকতে তাঁর মাসহ পরিবারের সদস্যদের নিয়ে পাশের কাউখালী উপজেলায় বাসা ভাড়া করে বসবাস করছিলেন৷ ঈদের দিন তাঁরা সাতুরিয়ায় নিজ গ্রামের বাড়িতে আসেন৷ বিকেল আবার কাউখালী ফিরে যাওয়ার পথে, তাঁদের ওপর হামলা চালায় ব়্যাবের ‘সোর্স' ইব্রাহিম৷ যা ডয়চে ভেলেকে টেলিফোনে জানান লিমন৷
লিমনের মা হোনোয়ারা বেগম এখন রাজাপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ তিনি জানান, তাঁর মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে৷ তিনি অভিযোগ করেন, ব়্যাবের ‘সোর্স' ইব্রাহিম তাঁর আরেকটি ছেলেকেও পঙ্গু করার হুমকি দিয়েছে৷
গত বছর লিমনের পায়ে গুলি করার পর, ব়্যাব তাঁর বিরুদ্ধে দু'টি মামলা করছিল৷ এরপর লিমনের মা ব়্যাবের বিরুদ্ধে একটি মামলা করেন৷ দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠার পরও পুলিশ লিমনের বিরুদ্ধে ব়্যাবের দু'টি মামলাই দ্রুত চার্জশিট দেয়৷ আর ব়্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের মামলায় গত সপ্তাহে দেওয়া হয়েছে চূড়ান্ত রিপোর্ট৷ মানে, লিমনের মায়ের কোনো অভিযোগের নাকি সত্যতা পায়নি পুলিশ৷ আইন ও শালিস কেন্দ্রের পরিচালক মানবাধিকার নেতা নূর খান ডয়চে ভেলেকে জানান, রাষ্ট্রযন্ত্র লিমনের ব্যাপারে ন্যায় আচরণ না করায় তাঁদের জন্য একটি স্থায়ী নিরাপত্তাহীনতার অবস্থা তৈরি হয়েছে৷
রাজাপুর থানা পুলিশ এখনও ব়্যাবের ‘সোর্স' ইব্রাহিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি৷ পুলিশ বলছে, তারা লিমন ও তাঁর মায়ের ওপর হামলার ঘটনা তদন্ত করে দেখছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ