1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিটন-রনিতে শুরু, সাকিব ম্যাজিকে শেষ

২৯ মার্চ ২০২৩

বাঙালির আবেগের সুনাম-দুর্নাম দুই-ই আছে৷ তা জীবনে এমন মুহূর্ত তো আসেই যখন আবেগের স্বতঃস্ফূর্ত আতিশয্য একেবারে অনিবার্য৷ বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি শেষের রেশটা যেন সেরকম৷

https://p.dw.com/p/4PRp9
টি-টোয়েন্টিতে ১২৪ রানের জুটি গড়ার পথে লিটন-রনি
টি-টোয়েন্টিতে ১২৪ রানের জুটি গড়ার পথে লিটন-রনিছবি: Aijaz Rahi/AP Photo/picture alliance

 চট্টগ্রামে লিটন-রনির ব্যাটে চড়ে সাকিবের ঘূর্ণিতে উড়ে আসা জয়টা কি আপনার আবেগকেও হারিয়ে যেতে নেই মানার দেশে নিয়ে যাচ্ছে?

নিয়ে গেলে ক্ষতি নেই৷ আপনি এখন ভাবতেই পারেন অবশেষে টি-টোয়েন্টিতেও ‘ভালো দল' হতে চলেছে বাংলাদেশ৷

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই নাকি তাসজিন লিটনকে প্রশ্ন করেছিলেন, ‘‘কিরে তুই কি সাউথ আফ্রিকার মতো ব্যাট করতে চাইলি নাকি?''

লিটন বলেছিলেন, ‘‘হ্যাঁ, ওরা পারলে আমরা পারবো না কেন?''

গোপনে নয়, একেবারে সংবাদ সম্মেলনেই কথাটা বলেছিলেন তাসকিন৷ সেদিন লিটন-রনির ওপেনিংয়ে রান এসেছিল ৯১৷ কিন্তু ৭.১ ওভারে সে এমন এক ঝড়ো ব্যাটিং যে আগের দিন কুইন্টন ডি কক, হেনড্রিক্সদের ২৫৮ রানের অসম্ভবকে জয় করার কথা মনে পড়ছিল অনেকের৷ লিটন, তাসকিনদেরও মনে পড়ছিল৷ সেদিন ২৫৯ করতে পারেনি বাংলাদেশ, লিটনের ২৩ বলে ৪৭ আর আট বছর পর সদ্যই দেশের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ পাওয়া রনির ৩৮ বলের ৬৭-তে ৫ উইকেটে ২০৭ রান তুলেছিল সাকিবের দল৷ তারপর তাসকিন (৪/১৬), হাসান মাহমুদদের বোলিংয়ে তারপর জয়ের দ্বিগুন আনন্দ পেতে আর অসুবিধা হয়নি৷

প্রথম জয়ের আনন্দটা এসেছিল লিটন-রনির ফিয়ারলেস ব্যাটিংয়ের সৌন্দর্যে৷ তামিম টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর আগে থেকেই ওপেনিং জুটি নিয়ে যে দুশ্চিন্তাটা কণা থেকে পাহাড় হয়ে উঠেছিল, সেটা যেন সেদিন দুজনের মোট ছয় ছক্কায় উড়ে গিয়ে পড়লো সীমানার বাইরে৷

দ্বিতীয় ম্যাচটা বুধবার খারাপ আবহাওয়ার কারণে দেরিতে শুরু হওয়ায় ডান হাতি দুই ব্যাটারের তাণ্ডব দেখার অপেক্ষাটাও একটু দীর্ঘ হয়েছিল৷ কিন্তু ১৭ ওভারের ম্যাচটা শুরু হয়েই কী করে যে ৯.২ ওভার হয়ে গেল, কিভাবে যে বিনা উইকেটে ১২৪ পর্যন্ত গেল বাংলাদেশ!

সাকিবের দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম্যান্সে জয় আরো সহজ হয়ে যায় বাংলাদেশের (ফাইল ফটো)
সাকিবের দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম্যান্সে জয় আরো সহজ হয়ে যায় বাংলাদেশের (ফাইল ফটো)ছবি: Sarah Reed/Getty Images

বেন হোয়াইটকে ছক্কা মারতে গিয়ে  রনি ২৩ বলে ৪৪ করে লং অনে ধরা না পড়লে ১৭ ওভারে ২৫৮ হয়ত হয়েই যেতো৷ তা তো হয়ইনি, লেগ স্পিনার বেন হোয়াইটেরই অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়া করতে গিয়ে ৪১ বলে ১০ চার ও তিন ছক্কায় ৮৩ রান করা লিটনও কিপারের হাতে ধরা পড়ায় শেষ পর্যন্ত ৩ উইকেটে ২০২ রানে থামে বাংলাদেশ৷ তার মানে ৯.১ ওভারে ১২৪ রানের পর ৭.৫ ওভারে ৭৮৷

মাত্র ১৭ বলের ব্যবধানে দুই উইকেট হারানোর ধাক্কাটা কিন্তু খুব একটা বুঝতে দেয়নি তাওহিদ হৃদয়ের ১৩ বলে ২৪ আর সাকিবের ২৪ বলে হার না মানা ৩৮ রানের ইনিংস৷

সাকিব অবশ্য পরেও আর হার মানেননি৷ অধিনায়ক ২২ রানে ৫ উইকেট নেয়ায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে মাত্র ১২৫ রান পর্যন্ত যেতে পেরেছে আয়ারল্যান্ড৷ ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলা লিটনের হাতেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা যাবে- এটা যারা ভেবে রেখেছিলেন, তাদের বোকা বনার আনন্দ দিয়ে ম্যাচ সেরা হয়ে গেছেন সাকিব আল হাসান৷

 লিটন-রনি দিনের শুরুতে দেখিয়েছিলেন সর্বাধুনিক টি-টোয়েন্টিতে কিভাবে ইনিংসের সূচনা করতে হয়, সাকিব দেখালেন কিভাবে ম্যাচটা শেষ করে সেরার পুরস্কারটা ছিনিয়ে নিতে হয়!

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১৭ ওভারে ২০২/৩ (লিটন ৮৩, রনি ৪৪, সাকিব ৩৮*, হৃদয় ২৪)

আয়ারল্যান্ড ১৭ ওভারে ১২৫/৯ (স্টার্লিং ০, অ্যাডায়ার ৬, টাকার ৫, টেক্টর ২২, ডেল্যানি ৬, ডকরেল ২, ক্যাম্পার ৫০, অ্যাডায়ার ৬, হ্যান্ড ২, হিউম ২০*, হোয়াইট ২*; তাসকিন ৪-০-২৭-৩, সাকিব ৪-০-২২-৫, হাসান ২-০-৬-১)

ফল: বাংলাদেশ ৭৭ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে

এসিবি/কেএম