1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশকে ভোট দিন

২২ নভেম্বর ২০১৩

যাঁরা ভিডিও গেমসে ফুটবল খেলেন তাঁদের কাছে ফিফা সিরিজের খেলাগুলো বেশ জনপ্রিয়৷ এতদিন পছন্দ হিসেবে বাঙালি গেমারদের অন্য দেশের লিগ বেছে নিতে হতো৷ এবার সেখানে বাংলাদেশের নাম ঢোকানোর সুযোগ এসেছে৷

https://p.dw.com/p/1AMVk
ছবি: Reuters

ফিফা ১৫' সংস্করণের ভিডিও গেমে কোন কোন দেশের লিগ অন্তর্ভুক্ত করা হবে, তা নির্বাচনে ভোটাভুটি শুরু হয়েছে৷ সেখানে এবার বাংলাদেশের লিগকেও পছন্দ করার সুযোগ রাখা হয়েছে৷

সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে সকাল আহমেদ সামহয়্যার ইন ব্লগে একটি পোস্ট দিয়েছেন৷ ব্লগ কর্তৃপক্ষ বিষয়টার গুরুত্ব অনুধাবন করে পোস্টটিকে ‘নির্বাচিত পোস্ট' পাতায় অন্তর্ভুক্ত করেছেন৷

সকাল আহমেদ লিখেছেন, ‘‘আবার সুযোগ এসেছে বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরার!!! আপনার সামান্য ৩০ সেকেন্ড পারে বাংলাদেশকে বিশ্বের সামনে নিয়ে যেতে....২০১৫ ভার্সন এর জন্য ইএ স্পোর্টস অনলাইনে ভোটের আয়োজন করেছে৷ আমাদের বাংলাদেশের ফুটবল লিগের নাম এসেছে সেখানে৷ আমরা বেশি ভোট করলে আমাদের বাংলাদেশ লিগ নিয়ে আমরা ফিফা ১৫-এ খেলতে পারবো৷ এটা আমাদের জন্য বিশাল সম্মানের৷ সারা বিশ্বের লোকজন দেখবে আমরা বাংলাদেশিরা কতটা ফুটবলপ্রেমী৷''

এরপরই তিনি ভোট দেয়ার জন্য নির্ধারিত লিংকটি দিয়ে দিয়েছেন৷ ভোট দেয়ার পর সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করারও পরামর্শ দিয়েছেন তিনি৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য