লিংকনকে নিয়ে ছবি মুক্তি পাবে প্রেসিডেন্ট নির্বাচনের পর
২৪ সেপ্টেম্বর ২০১১রাজনৈতিক ছবি হওয়ার কারণে ইচ্ছা করেই ছবিটি পরে মুক্তি দেবেন স্পিলবার্গ৷
এ প্রসঙ্গে স্পিলবার্গ বলেছেন, ‘আগামী বছর নির্বাচনের পরপরই ছবিটি মুক্তি দেওয়া হবে৷ এটি আরো আগেই মুক্তি দেওয়া যেতো৷ যেহেতু এটি একটি রাজনৈতিক ছবি, তাই বিশেষ উদ্দেশ্যেই নির্বাচনের পর ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷'
ইতিহাসবিদ ডরিস কেয়ার্নস গুডউইনের সম্প্রতি প্রকাশিত ‘টিম অফ রাইভালস' বই অবলম্বনে ছবিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন স্পিলবার্গ৷ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের রিচমন্ডে ছবিটির শুটিং শুরুর প্রস্তুতি চলছে৷
ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন ‘মাই লেফট ফুট'খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস৷ আর লিংকনের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মার্কিন অভিনেত্রী স্যালি ফিল্ডকে৷ লিংকনের বড় ছেলে রবার্ট টড লিংকনের চরিত্রে অভিনয় করবেন জোশেফ গর্ডন-লেভিট৷ এ ছাড়া রিপাবলিকান নেতা থ্যাডিউস স্টিভেনস চরিত্রে অভিনয় করবেন হলিউডের অন্যতম অভিনেতা টমি লি জোনস৷
দাসপ্রথা বিলোপ, মার্কিন গৃহযুদ্ধ নিরসনে প্রয়াত লিংকনের উদ্যোগসহ তাঁর জীবনের শেষ চার মাসকে ঘিরে আবর্তিত হয়েছে ছবিটির কাহিনী৷ এ প্রসঙ্গে পরিচালক স্পিলবার্গ বলেছেন, ‘জীবনের শেষ চার মাসে মহৎ কিছু কাজ করেছিলেন লিংকন৷ ছবিটির মাধ্যমে সেই বিষয়গুলোকেই তুলে আনার চেষ্টা করবো৷'
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম/বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
সম্পাদনা: জাহিদুল হক