লন্ডনে হামলাকারী জেল খাটা অপরাধী
৩০ নভেম্বর ২০১৯শুক্রবার স্থানীয় সময় বেলা প্রায় দুইটার দিকে এই হামলার ঘটনা ঘটে৷ লন্ডন ব্রিজের উত্তর প্রান্তে ফিশমঙ্গার্স হল নামের একটি সম্মেলন কেন্দ্রে ছুরি নিয়ে হামলা চালায় এক যুবক৷ এতে দুইজন নিহত ও তিনজন আহত হন৷ এর আগে হামলাকারী সম্মেলন কেন্দ্রটিতে হাজত শিক্ষা নিয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷
হামলা চালানোর সময় তার গায়ে নকল বিস্ফোরক বাধা ছিল৷ খবর পেয়ে পাশের ব্রিজের উপরে থাকা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ তাদের গুলিতে মারা যায় ২৮ বছর বয়সী হামলাকারী৷
ইসলামিক জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত থাকার অপরাধে এর আগে তিনি জেল খেটেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের পুলিশ৷ ‘‘২০১২ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিল৷ ২০১৮ সালে সে জেল থেকে মুক্তি পায়,'' বলেন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিল বসু৷ কর্তৃপক্ষ এটিকে ‘সন্ত্রাসী ঘটনা' হিসেবে দেখছে বলেই জানান তিনি৷
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘‘এই ধরনের গুরুতর ও সহিংস একজন অপরাধীকে দ্রুত জেল থেকে বের হতে দেয়াটি ছিল বড় ভুল৷'' এমন সন্ত্রাসীরা যাতে যথাযথ শাস্তি পায় সেটি নিশ্চিত করার উপর গুরুত্ব দেন তিনি৷
এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনার মুখে পড়ছে ব্রিটিশ সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ জেল খাটা একজন অপরাধী কীভাবে এমন হামলা চালাতে সক্ষম হয়েছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে৷
এর আগে ২০১৭ সালের জুনে একই স্থানে একটি ভ্যান নিয়ে পথচারীদের উপর হামলা চালায় তিন ব্যক্তি৷
এফএস/এআই (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)