1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লড়াই শুধু হামাসের বিরুদ্ধে, বললেন বেয়ারবক

২৫ অক্টোবর ২০২৩

জর্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন, ''ইসরায়েলের আত্নরক্ষার অধিকার আছে। তারা যেন মানবিক আইন মেনে লড়াই করে।''

https://p.dw.com/p/4XzhK
মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দিচ্ছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক।
মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দিচ্ছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক। ছবি: Thomas Koehler/Photothek/IMAGO

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বেয়ারবক বলেছেন, ''এই সংঘাতের থেকে বের হওয়ার পথ খোঁজা দরকার। আমাদের দুই পক্ষের কষ্ট বুঝতে হবে।''

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ''একবার ভেবে দেখুন, আমাদের বোনকে যদি অপহরণ করা হতো। আমাদের সন্তানকে যদি ক্ষেপণাস্ত্র আঘাত করত।''

বেয়ারবক জানিয়েছেন, ''ইসরায়েলের নিরাপত্তা ও আত্নরক্ষার অধিকার নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই। কিন্তু ফিলিস্তিনিদের কষ্টের কথাও মাথায় রাখতে হবে। হামাসের বিরুদ্ধে লড়াই মানে বেসামরিক সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই নয়। সেজন্যই এটা জরুরি যে, লড়াইটা মানবিক আইন মেনে হওয়া দরকার। গাজারসাধারণ মানুষের কথা মাথায় রাখা দরকার।''

বেয়ারবক এটাও বলেছেন, ''হামাস বেসামরিক সাধারণ মানুষের কষ্ট, যন্ত্রণা নিয়ে খেলা করছে। তারা নারী ও শিশুদের ঢাল হিসাবে ব্যবহার করছে। তারা সুপারমার্কেট, আবাসিক এলাকা, এমনকী হাসপাতালে অস্ত্র লুকিয়ে রেখেছে।''

জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর মতে, ''পরিকল্পনা হলো, ঘৃণা ও মানবিক কষ্টকে উসকে দেয়া। আঞ্চলিক সংঘাত বাড়ানো। বিশ্বকে উথালপাথাল করে দেয়া।''

জিএইচ/এসজি (এএফপি, ডিপিএ)