1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লকডাউনে যুক্তরাজ্যে গৃহনিপীড়ন বেড়েছে 

২৯ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যে চলমান লকডাউনে গৃহনিপীড়নের অভিযোগ জানিয়ে ফোনের সংখ্যা ৪৯ শতাংশ বেড়ে গেছে৷ আশঙ্কাজনক হারে বেড়েছে খুনের ঘটনাও৷

https://p.dw.com/p/3bXjI
যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ডমেস্টিক অ্যাবিউস’ হেল্পলাইনের এক কর্মীছবি: Julian Nieman

দেশটির পার্লামেন্টারি কমিটি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে ভয়াবহ এই তথ্য উঠে এসেছে৷ ওই প্রতিবেদনে লকডাউনের সময় গৃহনিপীড়ন বন্ধে জরুরি সরকারি ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়৷

বলা হয়, নির্যাতনের অভিযোগ জানাতে সুপারমার্কেট বা অন্যান্য দোকানে ‘সেফ স্পেস’-এর ব্যবস্থা করা উচিত৷ গৃহনির্যাতন বিষয়ে টেলিফোন ও অনলাইনে সেবার পরিধি বাড়াতে তহবিল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

‘কাউন্টিং ডেড উইম্যান প্রজেক্ট’-এর গবেষকরা জানান, যুক্তরাজ্যে লকডাউনের প্রথম তিন সপ্তাহে ১৪ জন নারী ও দুই শিশুকে খুন করা হয়েছে৷

গত ১১ বছরে এই প্রথম মাত্র তিন সপ্তাহে এত বেশি সংখ্যায় নারীকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো, সাধারণ গড়ের তুলনায় যা প্রায় দ্বিগুণ৷

লকডাউনের দ্বিতীয় সপ্তাহে ‘ন্যাশনাল ডমেস্টিক অ্যাবিউস’ হেল্পলাইনে ফোনের সংখ্যা ২৫ শতাংশ বেড়ে গিয়েছিল৷ তৃতীয় সপ্তাহে তা ৪৯ শতাংশ বেড়ে যায়৷

এই সময়ে অনেক পুরুষও গৃহনিপীড়নের শিকার হওয়ার অভিযোগ জানাতে ফোন করেছেন৷ লকডাউনের প্রথম সপ্তাহে পুরুষদের অভিযোগের সংখ্যা ৩৫ শতাংশ বেড়েছে৷

প্রতিবেদনে গৃহনির্যাতন বন্ধে যেসব ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো: সচেতনতা বাড়ানো, প্রতিরোধ ব্যবস্থা, নির্যাতনের শিকার ব্যক্তিকে সমর্থন, তার থাকার ব্যবস্থা করা এবং আইনি সহায়তা দেওয়া৷

গৃহনিপীড়নের শিকার অনেকেই ফোন ব্যবহার করার সুযোগ পান না৷ ফলে তাদের পক্ষে হেল্পলাইনে সাহায্য চাওয়া অসম্ভব হয়ে পড়ে৷ তাদের জন্য সুপারমার্কেট বা ওষুধের দোকানে ‘সেফ স্পেস’ তৈরির পরামর্শও দেওয়া হয়েছে৷

পার্লামেন্টারি কমিটির প্রধান ইভেট কুপার বলেন, ‘‘করোনা সংক্রমণের বিস্তার রোধে বাড়িতে থাকাটা জরুরি৷ কিন্তু কারো কারো জন্য বাড়ি মোটেও নিরাপদ জায়গা নয়৷ তাদের সুরক্ষার জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে৷

‘‘বিশেষ করে বাড়িতে ঝুঁকিতে থাকা শিশুদের জন্য এটা খুব কঠিন সময়৷ আমরা তাদের এই সংকটের মাঝে ছেড়ে যেতে পারি না৷ কারণ গৃহনিপীড়নের কারণে তাদের মধ্যে যে মানসিক, শারীরিক ও সামাজিক আতঙ্ক তৈরি হয় তা তাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়৷’’

এসএনএল/জেডএইচ (বিবিসি)

২০১৮ সালের ৪ ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...