রোহিত শর্মার পর কে হবেন টেস্ট এবং একদিনের ক্রিকেটে ভারতের অধিনায়ক?
রোহিত শর্মার পর ভারতীয় টেস্ট ও একদিনের ক্রিকেট দলের অধিনায়ক খুঁজতে আলোচনায় বসেছিলেন কোচ ও নির্বাচকরা।
রোহিত শর্মার বিকল্প
অস্ট্রেলিয়াতে গিয়ে তিনটি টেস্টে ৩১ রান করার পর শেষ টেস্টে আর খেলেননি রোহিত। সেই টেস্টে অধিনায়কত্ব করা যশপ্রীত বুমরাহ জানিয়েছিলেন, রোহিত নিজেই না খেলার সিদ্ধান্ত নেন। রোহিতের লাগাতার খারাপ ব্যাটিংয়ের পর প্রশ্ন ওঠে, তিনি কি এবার টেস্ট ও একদিনের আন্তর্জাতিক থেকেও অবসর নেবেন?
চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিতই অধিনায়ক?
সম্প্রতি কোচ গৌতম গম্ভীর এবং রোহিত শর্মাকে নিয়ে আলোচনায় বসেছিলেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর-সহ অন্য নির্বাচকরা। একাদিক ভারতীয় মিডিয়ায় সূত্রকে উদ্ধৃত করে প্রকাশিত খরবে বলা হয়েছে, রোহিত শর্মা চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের অধিনায়ক থাকবেন। রোহিত নিজেই চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলতে চেয়েছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ এই প্রতিযোগিতা হবে।
রোহিতের পর কে?
প্রশ্নটা হলো, রোহিত শর্মার পর কে টেস্ট ও একদিনের দলের অধিনায়ক হবেন? দৈনিক জাগরন, হিন্দুস্তান টাইমসের মতো সংবাদপত্রের রিপোর্ট বলছে, এই নিয়ে কোচ গম্ভীরের সঙ্গে নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকরের মতভেদ হয়েছে। গম্ভীর চান যশস্বী জয়সওয়ালকে, আগারকর চান বুমরাহকে অধিনায়ক ও ঋষভ পন্থকে তার ডেপুটি করতে।
তরুণ অধিনায়কে জোর কোচের
কোচ গৌতম গম্ভীর ২১ বছর বয়সি যশস্বী জয়সওয়ালকে অধিনায়ক হিসাবে বেছে নিতে চান তিনি তরুণ বলে। দলের মধ্যে তারুণ্যের তেজ সঞ্চার করবেন এবং কোচের পরিকল্পনা অক্ষরে অক্ষরে অনুসরণ করবেন তিনি। তবে বুমরাহ যেভাবে অধিনায়কত্ব করেছেন তা প্রশংসিত হয়েছে। কিন্তু চোটের প্রবণতার জন্য তাকে ঘিরে প্রশ্নচিহ্ন থাকছে। তাই নির্বাচকরা শক্তিশালী সহ-অধিনায়ক বাছতে চান।
রঞ্জির প্র্যাকটিসে রোহিত
রোহিত শর্মা মুম্বইয়ের হয়ে শেষবার রঞ্জি ট্রফিতে খেলেছিলেন ২০১৫-তে। খারাপ ফর্ম ও কোচের পরামর্শে তিনি আবার ঘরোয়া ক্রিকেটে খেলে নিজের ফর্ম ফেরাতে চান। তাই রোহিত শর্মা যোগ দিয়েছেন মুম্বইয়ের প্রস্তুতি শিবিরে। তিনি চ্যাম্পিয়নস ট্রফির জন্যও প্রস্তুতি নিচ্ছেন।
কপিল দেব যা বললেন
বিরাট কোহলি ও রোহিত শর্মার কি এখনই অবসর নেয়া উচিত? কপিল দেব বলেছেন, ''বিরাট ও রোহিত দুজনেই বড় প্লেয়ার। আমরা আশা করতে পারি, তারা জানেন কতদিন তারা খেলা চালিয়ে যাবেন। যখন তারা বুঝবেন, খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়, তখন নিজে থেকেই তারা অবসরের কথা ঘোষণা করবেন।''
গাভাস্কারের মত
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শেষ হওয়ার পর গাভাস্কার বলেন, ''ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা কার্যত শেষ। এখন রোহিত ও বিরাট দলে থাকবে কি না, তা নির্বাচকদের ঠিক করতে হবে। ভারত কেন হারলো, নির্বাচকদের সেটাও দেখতে হবে।''