রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে প্রস্তাব পাস
১৩ জুলাই ২০২১বাংলাদেশ মিশন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার পরিষদে এই প্রস্তাব পাসের খবর জানায়৷ প্রস্তাবটি পাসের ক্ষেত্রে জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশনের কূটনৈতিক প্রচেষ্টার বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, "সেই বিবেচনায় এবারের প্রস্তাবটি বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক ৷''
মিয়ানমারে গণহত্যার শিকার হয়ে ২০১৭ সালের পর সাত লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়৷ ৪ লাখের বেশি রোহিঙ্গা তার আগে থেকেই বাংলাদেশে ছিল৷ মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও ফেরত নেওয়া শুরু হয়নি৷
জেনেভায় মানবাধিকার পরিষদের ৪৭তম অধিবেশনে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাবটি পাস হয়৷ বাংলাদেশের উদ্যোগে ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) সব রাষ্ট্রের পক্ষ থেকে ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুর মানবাধিকার পরিস্থিতি' শীর্ষক প্রস্তাবটি উপস্থাপিত হয়েছিল৷
বাংলাদেশ মিশন জানায়, মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে শুরু থেকেই প্রস্তাবের বিভিন্ন বিষয়ে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে প্রবল মতভেদ থাকায় শেষ পর্যন্ত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো৷ প্রস্তাবটিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করা হয়৷
প্রস্তাবটিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌন অপরাধসহ সব প্রকার নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ও দায়ী ব্যক্তিদের জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিচার ব্যবস্থার আওতায় আনা ও তদন্ত প্রক্রিয়া জোরদার করার প্রতি গুরুত্বারোপ করা হয়৷ আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক আদালতে চলমান বিচার প্রক্রিয়াকেও সমর্থন জানানো হয়৷
প্রস্তাবে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারকে মিয়ানমার বিষয়ক ‘নিরপেক্ষ আন্তর্জাতিক তথ্যানুসন্ধানী মিশন'-এর সুপারিশগুলো বাস্তবায়নে মানবাধিকার পরিষদ এবং জাতিসংঘ সাধারণ পরিষদে প্রতিবেদন উপস্থাপনের অনুরোধ জানানো হয়৷
অধিবেশনে জেনেভা মিশনে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বলেন, "মানবিক বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মম নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমানা উন্মুক্ত করে দেন৷ মিয়ানমারের অসহযোগিতা ও অনীহার কারণে এখনও রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা সম্ভব হয়নি৷''
রোহিঙ্গা সংকট সমাধান ও তাদের মানবাধিকার সুরক্ষার বিষয়টি জাতিসংঘে আলোচনায় সক্রিয় রাখা এবং রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তার সাথে দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মোস্তাফিজুর রহমান৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)