1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশ্বাস আর ছলচাতুরিতে বছর পার

২৪ আগস্ট ২০১৮

গত ২৫ আগষ্ট মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনে অভিযান শুরু করে৷ সেই থেকে এ পর্যন্ত সাত লাখ রোহিঙ্গা এসেছে বাংলাদেশে৷ তাদের ফিরিয়ে নেয়ার কোনো উদ্যোগ না নিয়ে কার্যত বরং ছলচাতুরিতেই এক বছর পার করেছে মিয়ানমার৷

https://p.dw.com/p/33iah
ছবি: Reuters/Z. Bensemra

প্রথমদিকে লুকিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার ঘোষণা দেন৷ তারপর রোহিঙ্গাদের জন্য সীমান্ত প্রায় খুলেই দেয়া হয়৷ প্রতিদিনই হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসতে শুরু করেন৷ জাতিসংঘের জনসংখ্যা তহবিলের হিসাব অনুযায়ী, মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে৷ কেবল ২০১৭ সালের আগষ্ট থেকে এ পর্যন্ত ৭ লাখ ৭ হাজার রোহিঙ্গা এসেছে বাংলাদেশে৷

‘‘এই সংকট ২০১৯ সালের আগে কোনোভাবেই সমাধান হবে না’’

রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়ার পর থেকেই তাদের ফিরিয়ে দেয়ার ব্যাপারে আন্তর্জাতিক তৎপরতা শুরু করে বাংলাদেশ৷ জাতিসংঘের প্রতিনিধি দল থেকে শুরু করে বহু রাষ্ট্রের প্রধানও বাংলাদেশ সফর করেছেন, দেখেছেন রোহিঙ্গাদের দুর্বিষহ জীবন৷ সবার পক্ষ থেকেই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে অনুরোধ করা হয়েছে৷ চাপ দেয়া হয়েছে৷ এসব চাপের প্রেক্ষিতে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আশ্বাস দিলেও চাতুর্যপূর্ণ কথাবার্তা আর ছলচাতুরি করে শুধুই সময়ক্ষেপণ করছে৷ সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাখাইন রাজ্য সফর করেছেন৷ সেখানে দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে৷ কিন্তু তারপরও রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরুই করা যায়নি৷ 

মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন অনুপ কুমার চাকমা৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রোহিঙ্গাদের একটা নির্ভূল তালিকা তৈরি করা৷ আমাদের কাছে তাঁরা যে তথ্য দিচ্ছেন, তার মধ্যে অনেক ভুল৷ এই ভুল তথ্যসম্বলিত তালিকা যখন পাঠানো হচ্ছে, মিয়ানমার তা গ্রহণ করছে না৷ প্রথম দফায় আমরা ৮ হাজার রোহিঙ্গার একটি তালিকা দিয়েছি৷ সেখান থেকে হয়ত এক হাজার রোহিঙ্গাকে তারা ফিরিয়ে নিতে সম্মত হয়েছে৷ সঠিক তথ্য ছাড়া তাদের ফেরত পাঠানো কঠিন৷'' 

গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা করে বিদ্রোহীরা৷ মিয়ানমার সরকার দাবি করে, রাখাইন রাজ্যে দেড়শ'র মতো মুসলিম জঙ্গি একযোগে হামলা চালানোর পর অন্তত ৭০ জন নিহত হয়েছে৷ মিয়ানমারের নেত্রী অং সান সু চি'র কার্যালয় থেকে বলা হয়, নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্য রয়েছে৷ এর মাত্র এক দিন আগেই আনান কমিশন রিপোর্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে সব ধরনের বিধি-নিষেধ তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়েছিল৷ তবে এর আগে থেকেই সেখানে ব্যাপক সেনা অভিযান চলছিল৷ বিদ্রোহীদের হামলার পরপরই পূর্ব-পরিকল্পিত ও পদ্ধতিগত সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী৷ পালাতে শুরু করে রোহিঙ্গারা৷ বাংলাদেশে নামে রোহিঙ্গাদের ঢল৷ 

বাংলাদেশে রোহিঙ্গারা কেমন আছে?

এ প্রশ্নের জবাবে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রশিদ উদ্দিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘ক্যাম্পে আশ্রিত জীবন আর কেমন হবে, চলে যাচ্ছে৷ বেঁচে আছি এই তো বেশি৷ বাবা-মা জন্ম দিয়েছে সত্যি, কিন্তু বাংলাদেশের সরকার ও জনগণ আমাদের বাবা-মা৷ তারা আমাদের দ্বিতীয় জীবন দিয়েছে৷ আমরা কোনোভাবেই তাদের ঋন শোধ করতে পারব না৷'' সারাদিন কিভাবে কাটে– জানতে চাইলে রশিদ বলেন, ‘‘কাজ করার কোনো সুযোগ নেই৷ রিলিফের চাল, তেল, লবণ যা পাই তা দিয়ে কোনোভাবে চলে যাচ্ছে৷ নিজেরা বসে মাঝে-মধ্যে গল্প করি৷ তার মধ্যেই হয়ত মারামারি বেঁধে যাচ্ছে৷সারাদিন শুয়ে-বসে কার ভালো লাগে? এভাবে কতদিন চলতে পারে?''

সম্প্রতি একটি আন্তর্জাতিক গবেষণায় বলা হয়েছে, গত আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর চালানো নৃশংসতায় নিহত রোহিঙ্গাদের সংখ্যা ২৫ হাজারের কাছাকাছি৷ ১৯ হাজার রোহিঙ্গা নারী ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে৷ ৪৩ হাজার রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু গুলিতে আহত হয়েছে, অগ্নিদ্বগ্ধ হয়েছে ৩৬ হাজার আর মারধরের শিকার হয়েছে প্রায় এক লাখ ১৬ হাজার মানুষ৷ ‘ফোর্সড মাইগ্রেশন অব রোহিঙ্গা : দ্য আনটোল্ড এক্সপেরিয়েন্স' শীর্ষক এই গবেষণাটি করেছে অষ্ট্রেলিয়া, বাংলাদেশ, ক্যানাডা, নরওয়ে এবং ফিলিপাইন্সের শিক্ষাবিদ, পেশাজীবী ও বিভিন্ন ধরনের সংস্থার সমন্বয়ে গঠিত একটি রিসার্চ কনসোর্টিয়াম৷

এদিকে সর্বশেষ এক খবরে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমনপীড়নের মুখে বিশ্বকে নাড়িয়ে দেওয়া শরণার্থী সংকটের সূচনা হওয়ার পর এক বছর হলেও রোহিঙ্গাদের পালিয়ে বাংলাদেশে আসা বন্ধ হয়নি৷ দুই মাস আগেও হামিদা বেগম নামে এক রোহিঙ্গা নারী তাঁর স্বামী আর দুই শিশু সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন কক্সবাজারের বালুখালী ক্যাম্পে৷ এমন আরো কিছু রোহিঙ্গার আসার খবর এসেছে৷ 

‘‘আমাদের কাছে তাঁরা যে তথ্য দিচ্ছেন, তার মধ্যে অনেক ভুল’’

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক ডিফেন্স অ্যাটাসে মেজর জেনারেল (অব.) শহিদুল হক ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশেকে এক বিশাল অর্থনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে৷ এই সংকট ২০১৯ সালের আগে কোনোভাবেই সমাধান হবে না৷ কারণ, ওই বছর সেখানে জাতীয় নির্বাচন৷ কিছু হলে এরপরই হতে পারে৷ আর সরকারকে চাপ দেয়ার চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমার সেনাবাহিনীকে চাপ দিলে অনেক বেশি কাজ হবে বলে আমি মনে করি৷''

এদিকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর বর্বর নিধনযজ্ঞের জন্য দায়ীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচ দেশের ১৩২ জন আইনপ্রণেতা৷ এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, রোহিঙ্গাসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে মিয়ানমার সরকার এবং দেশটির সেনাবাহিনীর ওপর চাপ বাড়াতে হবে৷

বিবৃতিদাতা আইনপ্রণেতারা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, সিঙ্গাপুর ও পূর্ব তিমুরের পার্লামেন্ট সদস্য৷ তাঁদের মধ্যে ২২ জন আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটসের (এপিএইচআর) সদস্য৷ রোহিঙ্গা সঙ্কটের এক বছর পূর্ণ হওয়ার আগের দিন শুক্রবার এপিএইচআরের ওয়েবসাইটে ওই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে৷ 

‘‘ক্যাম্পে আশ্রিত জীবন আর কেমন হবে, চলে যাচ্ছে’’

অন্যদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অনেকেই দেশে ফেরার পর ফের নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)৷ গত মঙ্গলবার আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থার এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন এক বিবৃতিতে বলেছেন, দেশে ফেরা শরণার্থীদের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার যে প্রতিশ্রুতি মিয়ানমার সরকার দিয়েছিল, প্রত্যাবাসিত রোহিঙ্গাদের নির্যাতন সেই প্রতিশ্রুতিকে মিথ্যায় পর্যবসিত করেছে৷ এজন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আগে বিষয়টিতে জাতিসংঘের নজরদারিসহ আন্তর্জাতিকভাবে তাদের সুরক্ষা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি৷

ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি সমীর কুমার দে৷
সমীর কুমার দে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷