রোমে বন্দুক হামলায় নিহত তিন নারী
১২ ডিসেম্বর ২০২২রোববার রোমের উত্তরে এই ঘটনা ঘটে৷ একটি বারে এসে অতর্কিতে গুলি চালান এক ব্যক্তি৷ এসময় সেখানে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের বৈঠকে চলছিল৷ এতে তিনজন নিহত হওয়ার পাশাপাশি জখম হয়েছেন চারজন৷
গ্রেপ্তারকৃত সন্দেহভাজন হামলাকারী ক্লাউডিও কাম্পির বয়স ৫৭ বছর৷ আবাসন নিয়ে বিরোধের জেরে তিনি গুলি চালান বলে ধারণা করা হচ্ছে৷ ইটালির সংবাদ মাধ্যম রাই নিউজের তথ্য অনুযায়ী, বাসিন্দাদের সংগঠনের সঙ্গে নানা বিষয়ে তার বিরোধ চলছিল৷
নভেম্বরে ব্লগে প্রকাশ করা এক লেখায় তিনি বাড়ি থেকে তাকে জোর করে বের করে দেয়ার চক্রান্ত হয়েছে বলে অভিযোগ করেন৷
এদিকে এক প্রত্যক্ষদর্শী ইটালির বার্তা সংস্থা আনসাকে ঘটনার সময়কার বর্ণনা দিয়ে বলেন, ‘‘তিনি কক্ষে আসেন, দরজা বন্ধ করে দেন ও চিৎকার করে বলেন, ‘আমি সবাইকে মেরে ফেলব’ এবং এরপরই গুলি চালাতে শুরু করেন৷''
রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন৷ এই ঘটনাকে তিনি শহরটির জন্য ‘সহিংসতার গুরুতর এক অধ্যায়' বলে বর্ণনা করেছেন৷
এদিকে হামলায় নিহত এক নারীর সঙ্গে নিজের পুরনো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি৷ নিকোলেটা গলিসানো নামের সেই নারী সম্পর্কে তিনি লিখেন, ‘‘সে একজন সতর্ক মা, আন্তরিক ও সদয় বন্ধু৷''
৫০ বছর বয়সি গলসিয়ানোর ১০ বছরের ছেলে রয়েছে৷ তিনি বাসিন্দাদের সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন৷ এই ঘটনার দ্রত ন্যায়বিচার সম্পন্ন হবে বলে নিজের পোস্টে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মেলোনি৷
এফএস/কেএম (রয়টার্স, এপি, এএফপি)