1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধইটালি

রোমে বন্দুক হামলায় নিহত তিন নারী

১২ ডিসেম্বর ২০২২

ইটালির রোমে একটি বারে বন্দুক হামলায় তিন নারী নিহত হয়েছেন৷ তাদের একজনকে বান্ধবী হিসেবে উল্লেখ করেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি৷

https://p.dw.com/p/4KoSs
রোমে বারে বন্দুক হামলায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি চারজন আহত হয়েছেন
রোমে বারে বন্দুক হামলায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি চারজন আহত হয়েছেনছবি: ANGELO CARCONI/ANSA/picture alliance

রোববার রোমের উত্তরে এই ঘটনা ঘটে৷ একটি বারে এসে অতর্কিতে গুলি চালান এক ব্যক্তি৷ এসময় সেখানে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের বৈঠকে চলছিল৷ এতে তিনজন নিহত হওয়ার পাশাপাশি জখম হয়েছেন চারজন৷

গ্রেপ্তারকৃত সন্দেহভাজন হামলাকারী ক্লাউডিও কাম্পির বয়স ৫৭ বছর৷ আবাসন নিয়ে বিরোধের জেরে তিনি গুলি চালান বলে ধারণা করা হচ্ছে৷ ইটালির সংবাদ মাধ্যম রাই নিউজের তথ্য অনুযায়ী, বাসিন্দাদের সংগঠনের সঙ্গে  নানা বিষয়ে তার বিরোধ চলছিল৷

নভেম্বরে ব্লগে প্রকাশ করা এক লেখায় তিনি বাড়ি থেকে তাকে জোর করে বের করে দেয়ার চক্রান্ত হয়েছে বলে অভিযোগ করেন৷ 

এদিকে এক প্রত্যক্ষদর্শী ইটালির বার্তা সংস্থা আনসাকে ঘটনার সময়কার বর্ণনা দিয়ে বলেন, ‘‘তিনি কক্ষে আসেন, দরজা বন্ধ করে দেন ও চিৎকার করে বলেন, ‘আমি সবাইকে মেরে ফেলব’ এবং এরপরই গুলি চালাতে শুরু করেন৷''

রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন৷ এই ঘটনাকে তিনি শহরটির জন্য ‘সহিংসতার গুরুতর এক অধ্যায়' বলে বর্ণনা করেছেন৷

এদিকে হামলায় নিহত এক নারীর সঙ্গে নিজের পুরনো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি৷ নিকোলেটা গলিসানো নামের সেই নারী সম্পর্কে তিনি লিখেন, ‘‘সে একজন সতর্ক মা, আন্তরিক ও সদয় বন্ধু৷''

৫০ বছর বয়সি গলসিয়ানোর ১০ বছরের ছেলে রয়েছে৷ তিনি বাসিন্দাদের সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন৷ এই ঘটনার দ্রত ন্যায়বিচার সম্পন্ন হবে বলে নিজের পোস্টে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মেলোনি৷

এফএস/কেএম (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য