জার্মানির এক রোবটের সাফল্য
১৭ ফেব্রুয়ারি ২০২০জার্মানির নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের রাইন-সিগ বিশ্ববিদ্যালয়ের বি-ইট-বটস টিম-এর ডেরা৷ ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ‘রোবো কাপ'-এ এই টিমেরই জয় হয়েছে৷ অনেক গবেষক একযোগে রোবটের জন্য অ্যালগোরিদম সৃষ্টি করেন এবং অনেক আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় অংশ নেন৷
রোবটের অন্যতম মূল উপাদানই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা৷ ইন্দোনেশিয়ার এক বিজ্ঞানীও গবেষকদের এই দলে এআই সৃষ্টির কাজে সক্রিয় রয়েছেন৷ এআই গবেষক হিসেবে মোহাম্মাদ ওয়াসিল জানান, ‘‘এটা হলো ইউবট, এক ইন্ডাস্ট্রিয়াল রোবট৷ আমার গবেষণার মূল বিষয় হলো রোবটের বোধশক্তি৷ রোবট এভাবে আশেপাশের পরিবেশ বিশ্লেষণ করে সব বস্তু শনাক্ত করে৷''
এই রোবট ‘টাইম-অফ-ফ্লাইট' ক্যামেরা ব্যবহার করে৷ সেটি দিয়ে বস্তুর টুডি ও থ্রিডি ছবি তোলা যায়৷ তারপর রোবট বস্তু শনাক্ত করে এবং সংগৃহীত তথ্যের ভিত্তিতে সেগুলির অবস্থান আন্দাজ করে৷
ওয়াসিল মেশিন লার্নিং প্রযুক্তি কাজে লাগিয়ে তাঁর রোবটকে প্রশিক্ষণ দেন৷ সংগৃহীত তথ্যের ভিত্তিতে সেটি কারখানায় অ্যালুমিনিয়ম ও নাটবল্টু চিনতে পারে৷ তিনি বলেন, ‘‘সবার আগে সেই সব বস্তু সম্পর্কে আমাদের তথ্য সংগ্রহ করতে হয়, রোবটকে যেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে৷ সেই তথ্যের ভিত্তিতে আমরা রোবটকে প্রশিক্ষণ দেই৷ রোবট তখন বস্তুর নাম ও অবস্থান আগেভাগে বলতে পারবে৷''
তারপর রোবটকে নিজস্ব ক্ষমতার বলে বোধবুদ্ধি প্রয়োগ করে নির্দিষ্ট বস্তু বেছে নিয়ে পরিবহণের দায়িত্ব দেওয়া হবে৷ তবে রোবট সব বস্তু নিখুঁতভাবে বেছে নিতে পারে না৷ কারণ, বস্তুর অবস্থান আন্দাজ করতে রোবটের ভুল হয়৷ বস্তুর আকার ও জটিলতাও এই ত্রুটির অন্যতম কারণ৷ ন্যাভিগেশনের পথে বাধা এলে ইউবট সহজেই বিকল্প পথ খুঁজে নিতে পারে৷
কুকা যেসব ইন্ডাস্ট্রিয়াল রোবট সৃষ্টি করছে, এই রোবট তারই এক উদাহরণ৷ শিক্ষা ও গবেষণার কাজে এটি ব্যবহার করা হচ্ছে৷ মোহাম্মাদ ওয়াসিল জানান, ‘‘শিল্পক্ষেত্রে রোবট বিভিন্ন যন্ত্রাংশ জোড়া দিতে পারে৷ দ্বিতীয়ত, রোবট স্বয়ংসম্পূর্ণভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মালপত্র পরিবহণ করতে পারে৷ কৃষিক্ষেত্রে আমার গবেষণার মাধ্যমে রোবট শস্য শনাক্ত করতে পারে, যাতে আরো দক্ষতার সঙ্গে সার স্প্রে করা যায়৷ এছাড়া স্বয়ংসম্পূর্ণ গাড়ি পথঘাট, পথচারী, সাইকেল চালক ও অন্যান্য গাড়ি চিহ্নিত করে দুর্ঘটনার আশঙ্কা কমাতে পারে৷''
বি-ইট-বটস ২০১৯ সালের রোবোকপ জার্মান ওপেন এবং সিডনিতেও রোবোকপ ইন্ডাস্ট্রিয়াল অ্যাট ওয়ার্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে৷
ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাকে ঘিরে ওয়াসিলের আশা কী? ওয়াসিল মনে করেন, ‘‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার আরো গবেষক শামিল হবেন বলে আমি আশা রাখি৷ কারণ, বর্তমানে আমরা ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো পর্যায়ে প্রবেশ করছি, যার অন্যতম উপকরণ এআই৷ ফলে ইন্দোনেশিয়ায় উৎপাদন ও কৃষির মতো নানা ক্ষেত্রে এআই গবেষণায় আরো অগ্রগতি হবে৷''
দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদন, কৃষি ও অন্যান্য ক্ষেত্রের রূপান্তর ঘটাতে পারে৷
আয়ু পুর্বানিংসিহ/এসবি